বাজেট নিয়ে প্রতি বছরেই জনতার কৌতূহল থাকে আকাশছোঁওয়া। এর উপরে নির্ভর করে দেশের অর্থনীতির রূপরেখা যা প্রত্যক্ষ ভাবে তাদের জীবনযাত্রায় ছাপ ফেলে। চলতি বছরে ১ ফেব্রুয়ারি ২০২১-২-২২ অর্থবর্ষের বাজেট পার্লামেন্ট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি কী বলতে চলেছেন, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হরেক জল্পনা। কেন না, কোভিডপর্বে এই প্রথম বাজেট পেশ করা হচ্ছে।
খবর মোতাবেকে, আসন্ন বাজেটে কৃষিক্ষেত্রে ঋণের পরিমাণ ১৯ লক্ষ কোটি টাকা বাড়াতে পারে সরকার। এর আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ২০২২ সালের মধ্যে কৃষকদের উপার্জন দ্বিগুণ করে তোলা হবে। অর্থনীতিবিদদের অনুমান, যেহেতু সেই মেয়াদ ফুরিয়ে আসছে, সেই কারণে এবারের বাজেটে প্রতিশ্রুতি পূরণের দিকে নজর রেখে লক্ষ্যমাত্রা স্থির করা হবে।
খবর বলছে যে এবারের বাজেটে কৃষিক্ষেত্রের উন্নয়নের কথা মাথায় রেখে না কি ২ লক্ষ কোটি টাকার অনুদান বরাদ্দ করে রেখেছে ভারত সরকার। এই অনুদানের বেশিরভাগটাই শর্ট টার্ম ইনসেনটিভ এবং সাবসিডি হতে চলেছে বলে জানা গিয়েছে। আত্মনির্ভর প্রকল্পের অধীনে এর আগেই সরকার কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত নানা দিকে খরচ করেছে, সেই দিক থেকে এবারে পরিকাঠামোয় খরচের পরিমাণ অপেক্ষাকৃত কম হতে চলেছে বলে খবর মিলেছে।