

আসন্ন বাজেট উপলক্ষ্যে মধ্যবিত্তের বেশ কিছু আশা আকাঙ্খা বিশেষত যাঁরা করদাতা তাঁদের ৷ সাময়িক ভাবে বেতনের বিসেষ কাটা গিয়েছে বা করোনা সংক্রণের কারণে বেতন কমেছে ৷ হয়ত সেই বিষয়টি মাথায় রেখেই বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ প্রতীকী ছবি ৷


বেতনে কাজ করেন অথবা ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন ধরনের কর্মীদের সমসার কথা মাথায় রেখেই ব্যক্তিগত করের সীমা বাড়িয়ে হতে পারে ৫০,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷


করোনা সংক্রমণের ফলে বেশ কিছু এমন কর্মী আছেন যাঁরা বাড়িতে বসে কাজ করছেন বা কোনও গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যাঁরা কাজ করছেন যদি করের সীমার পরিবর্তন হয় সেক্ষেত্রে কিছুটা সুরাহা হতে পারে তাঁদের ৷ এমনটাই মনে করছে অর্থনৈতিক মহল ৷ প্রতীকী ছবি ৷


বেতনে কাজ করেন অথবা ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন ধরনের কর্মীদের সমসার কথা মাথায় রেখেই ব্যক্তিগত করের সীমা বাড়িয়ে হতে পারে ৫০,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷


করোনা সংক্রমণের ফলে বেশ কিছু এমন কর্মী আছেন যাঁরা বাড়িতে বসে কাজ করছেন বা কোনও গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যাঁরা কাজ করছেন যদি করের সীমার পরিবর্তন হয় সেক্ষেত্রে কিছুটা সুরাহা হতে পারে তাঁদের ৷ এমনটাই মনে করছে অর্থনৈতিক মহল ৷ প্রতীকী ছবি ৷


যাঁরা বাড়ি থেকে কাজ করছেন বা Work From Home তাঁদের বাড়ি থেকে কাজ করতে বাড়িতে পরিকাঠামো প্রস্তুত করতে বেশ কিছু টাকা বাড়তি খরচ হয়েছে ৷ সংশ্লিষ্ট কর্মীদের সেই টাকা বেশ কিছু ক্ষেত্রেই সংস্থা থেকে দিয়েছে কিন্তু সেই বাড়তি টাকা যদি ট্যাক্সের আওতায় যায় সেক্ষেত্রে একটু সমস্যা পারে কর্মীদের ৷ এই বিষয়েও ভাবনা চিন্তা রয়েছে অর্থমন্ত্রকের ৷ ফলে বিচার বিবেচনাধীন রয়েছে এই বিষয়টি ৷ প্রতীকী ছবি ৷


৮০ডি ধারার অন্তর্গত কোনও ব্যক্তির স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের টাকা নিজের, স্ত্রী, পরিবারের জন্য দিতে হয় ৬০ বছরের কম যাঁদের বয়স ৷ একই সঙ্গে সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রেও প্রযোজ্য ৷ এই ব্যায়ে টাকা কাটার সীমা বর্তমানে ৫০,০০০ থেকে ৭৫,০০০ টাকা ৷ সেটি বাড়ানোর চিন্তা ভাবনায় রয়েছে ৭৫,০০০-১,০০,০০০ টাকা করার হতে পারে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ৷ প্রতীকী ছবি ৷


অনেক মানুষেরই গৃহঋণ নেওয়া আছে ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ২৪ (বি) অনুযায়ী সুদের ছাড় মিলবে মোট ঋণ নেওয়া টাকার ক্ষেত্রেও ছাড় পাওয়া যেতে পারে ৷ ৮০ সি অনুযায়ী ১.৫ লক্ষ টাকার ছাড়ের সীমা বৃদ্ধি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷