

•এখন ট্রেনের টিকিটও অ্যামাজন ইন্ডিয়া (Amazon) এর মাধ্যমে বুক করা যাবে। এজন্য অ্যামাজন এবং আইআরসিটিসি (IRCTC) বেঁধেছে গাঁটছড়া। প্রথম ট্রেনের টিকিট বুকিংয়ে ১০ শতাংশ ক্যাশব্যাক দেবে অ্যামাজন, যা ওয়েবসাইটে টিকিট রিজার্ভেশনে ১০০ টাকা পর্যন্ত। একই সঙ্গে, প্রাইম মেম্বাররা ১২ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক অফারটি সীমিত সময়ের জন্য বৈধ।


•নতুন বৈশিষ্ট্যের আওতায় সংস্থাটি প্রাথমিক সময়ের জন্য পরিষেবা এবং পেমেন্ট গেটওয়ে লেনদেনের চার্জকে ছাড় দিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ ব্যবহারকারীদের জন্য অ্যামাজনের ট্রেনের টিকিট বুকিং বৈশিষ্ট্য উপলব্ধ।


•দূর পাল্লার ট্রেনসফর এবং তার টিকিট কাটা নিয়ে এটাই কিন্তু এই ই-কমার্স সাইটের প্রথম উদ্যোগ নয়। বেশ অনেক বছর হয়ে গেল তাদের নিজস্ব ওয়ালেটকে এই ব্যাপারে জুড়ে দিয়েছে অ্যামাজন। এ বার সেই আগের বন্দোবস্ত তো থাকছেই, পাশাপাশি একেবারে সরাসরি অ্যামাজন ইন্ডিয়া মারফত দূর পাল্লার ট্রেনসফরের টিকিট কাটার সুযোগটাও চলে এসেছে। সম্প্রতি আইআরসিটিসি-র সঙ্গে এই মর্মে হাত মিলিয়েছে সংস্থা।


•অ্যামাজন-এর এই উদ্যোগ সুবিধে দেবে অনেককেই! আসলে যাঁরা অভ্যস্ত, তাঁরাও স্বীকার করতে বাধ্য যে আদতে আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটার পদ্ধতিটা একটু হলেও জটিল। তার উপরে টিকিট কাটার জন্য সময়ও কম মেলে৷ মানে আপনি যদি আইআরসিটিসি-র বেঁধে দেওয়া সময়ের মধ্যে বুকিং শেষ না করে উঠতে পারেন, তা হলে পুরো পদ্ধতিটাই বাতিল হয়ে যায়, শুরু করতে হয় আবার সেই গোড়া থেকে!


•অ্যামাজন-এ এ সব ঝক্কি থাকছে না। এই অ্যাপ গ্রাহক-বান্ধব বলে খুব সহজেই ব্যবহার করা যায়। এ বার ট্রেনসফরের টিকিট কাটতেও তাই বেগ পেতে হবে না। অ্যাপ বা ওয়েব থেকে অ্যামাজন-এ ঢুকে ক্লিক করতে হবে ট্রেন বা ট্র্যাভেল ট্যাবে। এর পর সেখানে পর পর বেছে নিতে হবে গন্তব্য, যাত্রার তারিখ, ট্রেনের নাম। সব শেষে পেমেন্ট করতে হবে অ্যামাজন পে-র মাধ্যমে। তা হলেই পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। আর প্রাইম সদস্যরা পাবেন ১২০ টাকা পর্যন্ত ১২ শতাংশ ক্যাশব্যাক।