

বেশিরভাগ দুরপাল্লার ট্রেনের (Indian Railways) যাত্রীরা ট্রেনে উঠতেই মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জে দিয়ে থাকেন বা এমন স্বভাব আছে ৷ কিন্তু বাড়ি থেকেই যদি ফোন বা ল্যাপটপে চার্জ দিয়ে বেরতে হয় সেই অভ্যাস না থাকলে এখন থেকেই অভ্যাসটা করে নেওয়া ভাল ৷


ভারতীয় রেল (Indian Railways) বেশ কিছু নিয়মে পরিবর্তন করেছে এর অন্তর্গত রাত্রিবেলা ট্রেন সফরে মোবাইল ফোন বা ল্যাপটপ ট্রেনে চার্জ দেওয়া সম্ভব নয় ৷ রেলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের পিছনে চুরির ঘটনা রোখার জন্যই সিদ্ধান্ত ৷


গত ১৩ মার্চ দিল্লি-দেরাদুন এক্সপ্রেসে আগুন লাগার পরেই এই নিয়ম কার্যকর করা হয়েছে ৷ রাত্রিবেলা চার্জিং রোখা গেলে মোবাইল চুরি, অতিরিক্ত চার্জে ফেটে যেতে পারে যার থেকে অগ্নিকাণ্ড হতে পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই রেলের (Indian Railways) পক্ষ থেকে জানানো হয়েছে ৷


রেলের (Indian Railways) পক্ষ থেকে চার্জিং-এর সময়সীমা নির্ধারিত হয়েছে ৷ রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্টে পয়েন্ট বন্ধ থাকবে ৷