নিমের ঔষধিগুণ নতুন করে আর কিছুই বলার নেই ৷ একটি পাত্রের মধ্যে জল নিয়ে তা ফোটাতে হবে, ফুটিয়ে ছেঁকে নিতে হবে, সেই জল টান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তারপরে গার্গেল করতে হবে, মুখের জীবাণু সহজেই দূর হবে ৷ দাঁতের সাদা রং আস্তে আস্তে ফিরে আসবে ৷ প্রতীকী ছবি ৷