ফিক্সড ডিপোজিটের সুদের হারে বড়সড় বদল আনল সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। শুক্রবার, ৫ মে থেকে নতুন সুদের হার কর্যকর হয়েছে। ১ থেকে ৫ বছরের মেয়াদে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ৪৯ বেসিস পয়েন্ট থেকে বেড়ে হয়েছে ১৬০ বেসিস পয়েন্ট। এই বৃদ্ধির পরে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪ শতাংশের বদলে সাধারণ মানুষ সুদ পাবেন ৯.১০ শতাংশ হারে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৪.৫০ শতাংশ থেকে বেড়ে হল ৯.৬০ শতাংশ।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটি বিবৃতিতে জানিয়েছে, ‘নিয়মিত গ্রাহকরা এখন ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৯.১০ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার দাঁড়িয়েছে ৯.৬০ শতাংশ’। শুধু তাই নয়, ব্যাঙ্ক তার সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ৫ লক্ষ টাকার উপরে ২ কোটি টাকার স্ল্যাব পর্যন্ত ৭ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। বিবৃতিতে ব্যাঙ্ক জানিয়েছে, ‘এটি হল সর্বোচ্চ সুদের হার যা ব্যাঙ্ক তার গ্রাহকদের অফার করে, এছাড়াও গ্রাহকদের আমানত এই ব্যাঙ্কে ডিআইসিজিসি দ্বারা অনুমোদিত।’
এতে বলা হয়েছে, ‘ফিক্সড ডিপোজিটের সুদ আদায়ের সর্বনিম্ন মেয়াদ হল ৭ দিন। অকাল প্রত্যাহারের উপর প্রযোজ্য হার দু’টির সর্বনিম্ন হারের চেয়ে ১ শতাংশ কম হবে — মূল/চুক্তিবদ্ধ মেয়াদের জন্য যে হারের জন্য আমানত বুক করা হয়েছে (আমানত বুক করার তারিখ অনুসারে); প্রকৃত মেয়াদের জন্য সুদের হার যার জন্য আমানত ব্যাঙ্কের সঙ্গে কার্যকর ছিল (আমানত বুক করার তারিখ অনুসারে)’।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৫ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট বিনিয়োগে বিমা করা হয়। অর্থাৎ ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে এই পরিমাণ টাকা গ্রাহকরা পাবেন। এর বেশি নয়। তাই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের আগে কোনও ঝুঁকি আছে কি না দেখে নেওয়া উচিৎ।