অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু ঋণ পাচ্ছেন না৷ আবার অনেক সময়, এজেন্ট ঋণের ব্যবস্তা করে দেবে বললেও, পরে মুখ ঘুরিয়ে নেয়৷ এ সব ঝামেলা পোহাতেই হবে না, যদি আপনি ঋণের দরখাস্ত করার আগে নিজের ক্রিডেট স্কোরটি জেনে নেন৷ জেনে রাখবেন, আপনার ক্রেডিট স্কোর ভালো থাকলে, কাউকে পরোয়া করতে হবে না৷ আপনি আবেদন করলেই আপনাকে লোন দিতে বাধ্য ব্যাঙ্ক৷ সাধারণত, ক্রেডিট স্কোর ভালো থাকলে ব্যাঙ্ক প্রসেসিং ফি নেয় না বা সুদের হারও কমিয়ে দেয়৷ তাই আবেদনের আগে ক্রেডিট স্কোর জেনেই ব্যাঙ্কে যান৷
ব্যাঙ্কের লোভনীয় অফার দেখেই উত্সাহিত হওয়ার কিছু নেই৷ কারণ, ওই অফারের মধ্যে কিছু শর্ত থাকে, যা না-জানলে পস্তাতে হয়৷ তাই যখনই পার্সোনাল লোন বা যে কোনও ঋণ সম্বন্ধীয় কোনও অফার পাবেন, ব্যাঙ্কে গিয়ে অফারটি সম্পর্কে বিস্তারিত জানুন৷ এজেন্টের কথায় বিশ্বাস করে এগোবেন না৷ কারণ কিছু ব্যাঙ্ক হিডেন চার্জ রাখে, যা প্রসেসিং ফি-তে যোগ করে দেয়৷ ফলে আপনি ঋণের টাকা হাতে কম পাবেন৷ আপনার টাকাতেই মুনাফা লুটবে ব্যাঙ্ক৷