অর্থবর্ষ শেষ হয়ে যাওয়ার আগেই কয়েকটি কাজ সেরে ফেলতে হবে। নাহলে সমস্যায় পড়তে হতে পারে পরবর্তী বছরে। সব ক’টি কাজই অর্থ সংক্রান্ত। তাই একটু সচেতন হওয়া প্রয়োজন। এরই মধ্যে অগ্রিম কর জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে। গত ১৫ মার্চ ২০২৩ ছিল শেষ তারিখ। তবে হাতে আরও কিছুটা সময় রয়েছে আরও কয়েকটি কাজ সেরে নেওয়ার মতো।
PAN-আধার লিঙ্কিং
আয়কর বিভাগের তরফ থেকে চলতি বছর মার্চের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য। এটি বাধ্যতামূলক বিষয়। লিঙ্ক করানো না গেলে PAN 'নিষ্ক্রিয়' হয়ে যাবে। ফলে আয়কর রিটার্ন দাখিল করা বা অন্য কাজ করতে অসুবিধা হতে পারে। ৩১ মার্চ ২০২৩ তারিখের পর PAN এবং আধার লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১০০০ টাকার জরিমানা।
প্রধানমন্ত্রী বয়োবন্দনা যোজনায় বিনিয়োগ
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেন বয়োবন্দনা যোজনা। এর মাধ্যমে প্রবীণ নাগরিকদের নিয়মিত আয়ের বন্দোবস্ত করা হয়। এই প্রকল্পে বিনিয়োগের শেষ তারিখও ৩১ মার্চ, ২০২৩। ৬০ বছরের বেশি বয়সী যে কোনও নাগরিক এই প্রকল্পে যোগ দিতে পারেন। এই প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সর্বাধিক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে।