প্রথম ফ্রি পরিষেবাটি হল টায়ারে হাওয়া ভরা৷ গাড়ির চাকায় যদি হাওয়া কম থাকে, তা হলে পেট্রোল পাম্পে ফ্রি-তে ভরিয়ে নিন৷ যদি কোনও পাম্পে কেউ হাওয়া ভরার জন্য টাকা দাবি করে, তা হলে অবিলম্বে অভিযোগ দায়ের করুন সংশ্লিষ্ট পাম্পটির নামে৷ মানুষের না-জানার সুযোগ নিয়ে অনেকেই হাওয়া ভরানোর টাকা নিয়ে থাকেন৷