পেঁয়াজের ঝাঁঝে অনর্গল চোখ থেকে জল পড়েই যাচ্ছে ৷ সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে ৷ সারা দেশের মত রাজধানীতেও আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
গতকাল অর্থাৎ শুক্রবার দিল্লির আজাদপুর মাণ্ডিতে পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজের দাম হয়েছে ৮২.৫০ টাকা ৷ আবার কোথাও কোথাও ৮৫ টাকা কিলো হিসাবেও বিক্রি হয়েছে ৷
3/ 10
নিউজ এজেন্সি আইএএনএসের রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে দিল্লি এনসিআর প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
অন্যদিকে লাগামছাড়া পেঁয়াজের দামে রাশ টানতে পেঁয়াজ আমদানী করতে চলেছে প্রায় ৬,০৯০ টন পেঁয়াজ আগামী কয়েকদিনের মধ্যেই আমদানী হবে বলেই জানা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
তুর্কি থেকে ১১,০০০ টন পেঁয়াজ ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে আসবে বলেই জানা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
প্রায় ২১,০০০ টন পেঁয়াজ আমদানীর বরাত ইতিমধ্যেই দেওয়া হয়েছে ৷ পেঁয়াজ আমদানীর জন্য তনটি নতুন টেন্ডার চাওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
গোবলয়ের জন্য কেন্দ্র ১.২ লক্ষ টন পেঁয়াজ আমদানী করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ২৬,৭৩৫ টন পেঁয়াজ বিতরণ করার জন্য বিভিন্ন রাজ্যের পেঁয়াজ বিক্রেতাদের এজেন্সি নির্ধারিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
১১,৪০৮ টন পেঁয়াজ স্থানীয় বাজারে বিক্রি হয়েছিল ৷ এরপরে বেশ কিছু পেঁয়াজ শুকিয়ে গিয়েছে ও বেশ কয়েক কিলো খারাপ হয়ে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
এরফলেই মনে করা হচ্ছে আগামী কয়েকদিনেই ক্রমবর্ধমান পেঁয়াজের দামে লাগাম লাগতে চলেছে ৷ অন্তত এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
এছাড়াও গুজরাত ও মহারাষ্ট্র থেকে আগামী কিছুদিনেই নতুন পেঁয়াজ বাজারে আসতে চলেছে ৷ তাই পেঁয়াজের দাম কমার ব্যাপারে আশাবাদী সাধারণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷