

বর্তমানে প্রায় প্রতিদিনই সোনার দামে রীতিমত পতন দেখা দিয়েছে ৷ কলকাতা-সহ দেশের বিভিন্ন এলাকায় সোনার দাম আকর্ষণীয় হয়েছে ০.০৩ শতাংশ হয়েছে ১০ গ্রাম সোনার দামে পতন এসেছে ৷


শুক্রবার অর্থাৎ ৮ জানুয়ারি ২০২১ সোনার প্রাকারন্তরে ২,০৬৮ টাকা কমেছে ১০ গ্রাম সোনার, দাম কমে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৮,৮১৮ টাকা ৷ এছাড়াও সোনার দামে সোমবার পতন দেখতে পাওয়া গিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী ২ লক্ষ টাকা বা তার থেকে বেশি সোনা কিনতে গেলে প্যানকার্ড বাধ্যতামূলক হয়েছে ৷


এমসিএক্সে আজ ১৪ টাকা কমে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৯,৩২৮ টাকা ৷ সেক্ষেত্রে রুপোর দাম ১৫৫ টাকা কমে হয়েছে ৬৫,৪০০ টাকা প্রতি কিলোগ্রাম ৷


কিন্তু আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে দেখতে পাওয়া গিয়েছে স্পটগোল্ড ০.২ শতাংশ বেড়ে ১৮৪৭.৯৬ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ ০.৮ শতাংশ রুপোর দাম বেড়েছে ২৫.১১ ডলার আউন্স হয়েছে ৷