

বাঙালিদের চৈত্রমাসে বিয়েবাড়ি সংক্রান্ত কোনও অনুষ্ঠান হয়না ৷ যেকোনও মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য চৈত্রমাসকে এড়িয়ে যান সবাই ৷ কিন্তু সোনার প্রতি সবারই আকর্ষণ দুর্নিবার ৷ এক নজরে দেখে নেওয়া যাক সোনার বাজার, সোনার দাম (Gold Price) ৷ প্রতীকী ছবি ৷


কিন্তু সোনা কেনার ব্যাপারে সাধারণ মানুষ অত্যন্ত উৎসুখ থাকেন ৷ সোনার দাম (Gold Price) একটু কমলেই স্বপ্ন দেখেন সবাই প্রিয় ধাতু কেনার ৷ তাঁদের জন্যই বড় খবর কেননা লাগাতার ৫ দিন সোনার দামে এসেছে পতন ৷ প্রতীকী ছবি ৷


এক বছরে সোনার দাম (Gold Price) সব থেকে সস্তা ০.৩ শতাংশ সোনার দাম কমেছে ৷ ১০ গ্রাম সোনার দাম ৪৪,৩০০ টাকা ৷ বিগত ৭ দিনের মধ্যে ৫ দিনই সোনার দামে ব্যাপক পতন এসেছে ৷ প্রতীকী ছবি ৷


সোনার (Gold Price) সঙ্গে সঙ্গে রুপোর দামেও (Silver Price) এসেছে ধামাকা পতন ৷ ০.৮ শতাংশ কমে এক কিলো রুপোর দাম হয়েছে ৬২,৬১৭ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


আন্তর্জাতিক বাজার (International Market) সোনার দাম (Gold Price) ০.১ শতাংশ কমে ডলার প্রতি ১,৬৮৩.৫৬ টাকা প্রতি আউন্স হয়েছে ৷ প্রতীকী ছবি ৷