

কাজের সূত্রে অনেককেই অন্য শহরে থাকতে হয় ৷ দেখা গিয়েছে অন্য শহরে ভাড়া থাকার সময় অ্যাড্রেস প্রুফ নিয়ে একাধিক সমস্যায় পড়তে হয়েছে ৷ যাঁরা ভাড়া থাকেন তাদের আধার কার্ডে ঠিকানা আপডেট করতে গেলে সমস্যায় পড়তে হয় ৷ সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে Unique Identification Authority of India (UIDAI) আধার কার্ডে ঠিকানা বদলানোর জন্য অনলাইন ও অফলাইন দুটি বিকল্প রেখেছে ৷ এর মাধ্যমে আপনিও সহজেই ঠিকানা বদলাতে পারবেন৷ তবে যারা ভাড়া থাকেন তাদের অ্যাড্রেস আপডেট করার জন্য রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট থাকতে হবে ৷


ঠিকানা আপডেট করার জন্য রেন্ট এগ্রিমেন্ট স্ক্যান করে পিডিএফ ফর্ম্যাটে সেভ করতে হবে ৷ এরপর আধারের ওয়েবসাইটে গিয়ে ফাইলটি আপলোড করতে হবে ৷ দেখে নিন কীভাবে ঠিকানা আপডেট করবেন-


সবচেয়ে প্রথমে UIDAI এর আধিকারিক ওয়েবসাইট https://uidai.gov.in/ গিয়ে হোমপেজের My Aadhaar ট্যাবে ক্লিক করুন ৷ এরপর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ট্যাবে ক্লিক করুন ৷ এরপর নতুন একটি পেজ খুলে যাবে ৷


নিজের আধার কার্ড ফিলআপ করে লগ ইন করন ৷ লগ ইন করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ ওটিপি দেওয়ার পর নিজের রেজিস্টার্ড এগ্রিমেন্ট আপলোড করন ৷ এরপর একটি রেফারেন্স নম্বর আসবে ৷ রেফারেন্স নম্বর নিয়ে আধার সেন্টারে গিয়ে স্ট্যাটাস দিতে হবে ৷ এরপর আপনার নতুন ঠিকানায় আধার কার্ড পাঠিয়ে দেওয়া হবে ৷