LIC : বিমা সংক্রান্ত মামালায় বড়সড় রায় শীর্ষ আদালতের, বিনিয়োগকারীদের কি বাড়ল স্বস্তি ?
Bangla Editor
1/ 5
দেশের সব থেকে বড় জীবন বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসিকে সুপ্রিম স্বস্তি ৷ প্রতীকী ছবি ৷
2/ 5
আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক শুনানিতে জানানো হয়েছে এলআইসি কোনও ভাবেই টাকা পয়সা নিয়ে কখনই জালিয়াতি করেনি ৷ ফলত এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 5
এলআইসির অন্যতম একটি প্রকল্প জীবন সরল পলিসি ৷ এই জীবন সরল পলিসিতে বেশ বড় অঙ্কের টাকার জালিয়াতির অভিযোগ উঠেছিল ৷ প্রতীকী ছবি ৷
4/ 5
মানি লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে দায়ের করা একটি জনস্বার্থ মামলায় নির্দিষ্ট ছিল সেখানে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে পলিসি ফেরৎ নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 5
এই সংক্রান্ত মামলার শুনানিতে জানানো হয়েছে এলআইসির জীবন সরল পলিসি বিমা ধারকদের বিপথে চালিত করছে এমনই দাবি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
LIC : বিমা সংক্রান্ত মামালায় বড়সড় রায় শীর্ষ আদালতের, বিনিয়োগকারীদের কি বাড়ল স্বস্তি ?
আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক শুনানিতে জানানো হয়েছে এলআইসি কোনও ভাবেই টাকা পয়সা নিয়ে কখনই জালিয়াতি করেনি ৷ ফলত এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
LIC : বিমা সংক্রান্ত মামালায় বড়সড় রায় শীর্ষ আদালতের, বিনিয়োগকারীদের কি বাড়ল স্বস্তি ?
মানি লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে দায়ের করা একটি জনস্বার্থ মামলায় নির্দিষ্ট ছিল সেখানে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে পলিসি ফেরৎ নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে ৷ প্রতীকী ছবি ৷