

ইএমআই মোরাটোরিয়ামের মেয়াদ বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত করে দিল সুপ্রিম কোর্ট৷ যার নির্যাস, এই সময়সীমায় কোনও ব্যক্তি যদি ইএমআই দিতে না পারেন, তা হলে সংশ্লিষ্ট গ্রাহকের ঋণ এনপিএ (নন-পারফর্মিং অ্যাসেট) হিসেবে ঘোষণা করতে পারবে না ব্যাঙ্ক৷


গত মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পরে সাধারণ মানুষের হাতে অর্থের জোগান বাড়াতে তিন মাসের মোরাটোরিয়াম (ইএমআই ছাড়) ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক৷ পরে তা আরও ৩ মাস বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়৷


এর আগে মোরাটোরিয়াম দিলে কেন পরে তার সুদ নেওয়া হবে, তা নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কাছে ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত৷


মোরাটোরিয়ামের ক্ষেত্রে আরবিআই জানায়, যে সব গ্রাহকরা মোরাটোরিয়াম নেবেন, তাঁদের ওই তিন মাসের ইএমআই পরে সুদ সহ ফেরত দিতে হবে৷ ঠিক এই নিয়মটিতেই রিজার্ভ ব্যাঙ্ককে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের নোটিস যায় কেন্দ্রের কাছেও৷


সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, করোনা অতিমারির জেরে আর্থিক সুবিধা দিতেই যদি সাধারণ মানুষকে ইএমআই মোরাটোরিয়াম দেওয়া হয়, তা হলে কেন তার উপর সুদ নেওয়া হবে৷ এটা ঠিক নয়৷