আপনার কী দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লকার রয়েছে ? তাহলে এই খবরটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ কারণ ৩১ মার্চ ২০২০ লকারে জিনিস রাখতে হলে আরও বেশি পরিষেবা চার্জ দিতে হবে ৷ সম্প্রতি লকার চার্জ বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক যা ৩১ মার্চ থেকে লাগু করা হবে ৷ লকারের আকারের উপর নির্ভর করে রেন্টাল চার্জ ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি অ্যাকাউন্ট হোল্ডারদের লকার কোনও শহরে রয়েছে তার উপরও চার্জ নির্ভর করবে ৷
সেফ ডিপোজিট লকার ব্যাঙ্কের একটি পরিষেবা ৷ এই লকার আলাদা আলাদা সাইজে হয় ৷ সাধারণত মূল্যবান জিনিস বা গয়না রাখার জন্য এই লকার ব্যবহার করে থাকেন গ্রাহকরা ৷ আরবিআই নোটিফিকেশন অনুযায়ী, যে কোনও ব্যক্তি যে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছাড়া লকার খুলতে পারবেন ৷ কিন্তু লকারের চার্জের জন্য সিকিউরিটি ডিপোজিটের কারণ দেখিয়ে অ্যাকাউন্ট ছাড়া ব্যাঙ্ক লকার দিতে চায় না ৷ শুধু তাই নয় বেশ কিছু ব্যাঙ্ক লকার দেওয়ার জন্য বড় অঙ্কের টাকা এফডি করানোর জন্য চাপ দিয়ে থাকে ৷ তাই যে ব্যাঙ্কে সেভিং অ্যাকাউন্টে রয়েছে সেখানে লকার নেওয়া ভাল ৷