দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের সঙ্গে গুগলের কোলাবোরেশনে লঞ্চ হতে চলেছে YONO 2.0 ৷ এই সুবিধা তাঁরাও পাবেন যাঁরা স্টেট ব্যাঙ্কের গ্রাহক নয় তাঁরাও ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
অর্থাৎ সকল ভারতবাসীই YONO 2.0 এর পরিষেবা পাবেন ৷ একনজরে জেনে নেওয়াক এই পরিষেবা সম্পর্কে ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
এসবিআইয়ের পক্ষ থেকে YONO ডিজিট্যাল ব্যাঙ্কিং অ্যাপ লঞ্চ করা হচ্ছে ৷ এর সব থেকে বড় বিশেষত্ব এটাই যে YONO Cash-এর সঙ্গে অনলাইন পোর্টাল ও অ্যাভেলেবেল ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিট্যাল ব্যাঙ্কিং লঞ্চ করেছে ৷ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা ডিজিট্যাল ব্যাঙ্কিং-এর সঙ্গে ইকমার্সেরও সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
YONO অ্যাপ ১৬ মার্চ ২০১৯-এ গ্রাহদের আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য লঞ্চ করেছিল ৷ এই অ্যাপের অন্যতম বৈশিষ্ট্য এটাই যে একই সঙ্গে অ্যাপ ও অনলাইন পোর্টাল গ্রাহকদের জন্য নিবেদিত ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনও এসবিআই এটিএম ও বেশিরভাগ মার্চেন্ট বা পিওএস টার্মিনাল বা গ্রাহক সেবা পয়েন্ট থেকে খুব তাড়াতাড়ি টাকা তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
একই সঙ্গে এই অ্যাপ এসবিআই সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
Yono অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা বেশ কয়েকটি সুবিধা পেয়ে থাকেন ৷ এর মধ্যে অন্যতম এটিএম, পিওএস টার্মিনাল বা সিএসপি থেকে নগদ তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
ফলত সর্বদা কার্ড নিয়ে ঘোরার কোনও প্রয়োজন নেই ৷ অত্যন্ত সুরক্ষিত লেনদেন করা সম্ভব, কার্ডের কোনও ঝুঁকি নেই ৷ প্রতীকী ছবি ৷