

দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উৎসবের মরশুমে গ্রাহকদের বড় উপহার ঘোষণা করেছে ৷ দেশের মোট ৪৪ কোটি এসবিআই গ্রাহকদের বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


সস্তায় ঋণের সুবিধা দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তবে এই ঋণ শুধুই হোমলোন, পার্সোনাল লোনই নয় মোট পাঁচ ধরনের ঋণের সুবিধা রয়েছে ৷ এক নজরে দেখে নেয়া যাক কোন লোনে কেমন সুদ রয়েছে? প্রতীকী ছবি ৷


ব্যাঙ্কের পক্ষ থেকে একটি ট্যুইটের মাধ্যমে জানানো হয়েছে প্রতিটি গ্রাহক যাতে জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিতে পারেন, ঋণ আবেদনের ক্ষেত্রে https://sbiyono.sbi এই লিঙ্কে ভিজিট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷


একটি ছবি শেয়ার করে লিখেছেন জীবনের প্রতিটি পদক্ষেপেই সবার আগে সঙ্গী এসবিআই ৷ এক নজরে দেখে নেওয়া যাক কোন ঋণে সুদ কতখানি ? প্রতীকী ছবি ৷


কার লোন-৭.৫ শতাংশ, গোল্ড সোন ৭.৫ শতাংশ, ওভারসিজ এডুকেশনাল সোন, প্রিঅ্যাপ্রুভবড পার্সোনাল লোন ৷ প্রতীকী ছবি ৷


এসবিআইয়ের গৃহঋণে ৬.৭০ শতাংশ হারে সুদ দিতে হবে ৷ তবে সম্পত্তি বা সিবিল স্কোরের উপরে এটি নির্ধারিত হয় ৷ প্রতীকী ছবি ৷


এসবিআই বর্তমানে ৭.৫ শতাংশ হারে কার লোনে সুদ ঘোষণা করেছে ৷ তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় লোন পরিশোধের জন্য ৮৫ মাস সময় দিচ্ছে যেখানে একটু একটু করে ঋণের টাকা পরিশোধ করতে পারে গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷


ওভারসিজ এডুকেশন্যাল লোন অর্থাৎ বিদেশে লেখাপড়া করার জন্য এডুকেশনাল লোনের ক্ষেত্রে সুদ ৯.৩ শতাংশ হারে ৷ প্রতীকী ছবি ৷


প্রিঅ্যাপ্রুভড পার্সোন্যাল লোনের সুদের হার ৯.৬০ শতাংশ যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় অনেকটাই কম ৷ প্রতীকী ছবি ৷