দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে এসেছে ৷ কেননা গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক সরাসরি ২ লক্ষ টাকার বিশেষ সুযোগ দিচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
RuPay ডেবিট কার্ড ব্যবহার করেন যে সমস্ত গ্রাহকেরা তাঁদেরকে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনার কভারেজ পাওয়া যাবে (Complimentary Accidental Cover) ৷ কীভাবে সেটি জেনে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
স্টেট ব্যাঙ্কের গ্রাহকেরা পাবেন ২ লক্ষ টাকা অ্যাকাউন্ট খোলার সময়ে হিসাব করে বিমার টাকার নির্ধারিত হয় ৷ যে সমস্ত গ্রাহকেরা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট ২৮ অগাস্ট ২০১৮-এর মধ্যে খুলেছেন তাঁদের RuPay PMJDY কার্ডে এক লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
আর যাঁরা ২৮ অগাস্ট ২০১৮ সালের পর থেকে রুপে কার্ড করেছেন তাঁদের ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা কভারের বেনিফিট দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) এমন এক যোজনা যার অন্তর্গত দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মানুষদের জিরো ব্যালান্সে ব্যাঙ্ক, পোস্ট অফিস ও রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY) গ্রাহকদের বেশ কিছু ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ যাদের মধ্যে বেশ কিছু গ্রাহকদের KYC অনলাইন জমা দিতে হয় বা ব্যাঙ্কে গিয়েও অফলাইনে জমা দেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
এখানেই শেষ নয় কোনও গ্রাহক চাইলেই সেভিংস অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে পারেন ৷ ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁদের RuPay এই ডেবিট কার্ডের ব্যবহার দুর্ঘটনার ফলে মৃত্যু সুরক্ষা কভারের সঙ্গে সঙ্গে বেশ কিছু সুবিধা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
জনধন অ্যাকাউন্টের RuPay ডেবিট কার্ড হোল্ডারদের জন্য ব্যাঙ্কের একটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিমা ধারকের দুর্ঘটনার দিন থেকে ৯০ দিনের মধ্যে ইন্টার ব্যাঙ্ক বা ইন্ট্রা ব্যাঙ্ক এই দুই চ্যানেলে সফল ভাবে আর্থিক লেনদেন করা হয়ে থাকে ৷ এই পরিস্থিতিতেই দুর্ঘটনার টাকা দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
ক্লেম পেতে গেলে সবার আগে ক্লেমের আবেদনপত্র পূরণ করতে হবে ৷ এর সঙ্গে আসল মৃত্যুর শংসাপত্র (Death Certificate) ৷ Fir এর আসল প্রমাণপত্র জমা দিতে হবে ৷ ময়না তদন্ত FSL-এর রিপোর্ট দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
আধার কার্ডের, ব্যাঙ্কের স্ট্যাম্প পেপারে কার্ড হোল্ডারের RuPay আছে তার শপথ বা প্রমাণপত্র দিতে হবে ৷ ৯০ দিনে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে ৷ নমিনির নাম, ব্যাঙ্কের বিস্তারিত বিবরণ, পাসবই জমা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷