▪️কীভাবে এই চক্র থেকে নিজেদের বাঁচাবেন গ্রাহক? ব্যাঙ্কের পক্ষ থেকেই দেওয়া হল টিপস৷ প্রথমেই জানানো হয়েছে যে ত্রাণ তহবিলে টাকা দিতে হলে তা নিয়ে ভাবুন৷ পরখ করে দেখুন যে অ্যাকাউন্ট আপনি টাকা দিতে চান, সেই অ্যাকাউন্টটি সঠিক কিনা৷ জেনে বুঝেই অনুদান দিন৷