

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একের পর এক নতুন পরিষেবা নিয়ে আসছে ৷ সম্প্রতি স্পেশ্যাল কাস্টোমার্সদের জন্য ডোর স্টেপ ব্যাঙ্কিং সুবিধা লঞ্চ করেছে ৷ ৭০ বছরের বেশি বয়সের সিনিয়র সিটিজেন কাস্টোমার্সদের জন্য থাকছে এই বিশেষ পরিষেবা ৷


এই পরিষেবায় ক্যাশ পিক আপ ও ডেলিভারি সহ একাধিক সুবিধা মিলবে ৷ আরবিআই-এর তরফে জারি করা নির্দেশেরপর ব্যাঙ্ক বিশেষ কাস্টোমার্সদের জন্য ডোর স্টেপ ব্যাঙ্কিং সার্ভিস শুরু করেছে ৷


ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবায় গ্রাহকদের জন্য থাকছে ৬টি সুবিধা ৷ ক্যাশ পিক আপ, ডেলিভারি, চেক পিক আপ, চেক বুকের জন্য আবেদন পিক আফ, ড্রাফ্টের ডেলিভারি, লাইফ সির্টিফিকেট পিক আপফর্ম 15H পিক আপ পরিষেবা রয়েছে ৷


এই পরিষেবার জন্য কেওয়াইসি বাধ্যতামূলক ৷ সঙ্গে লাগবে রেডিষ্টার্ড বৈধ ফোন নম্বর এবং ব্যাঙ্কের শাখার ৫ কিলোমিটারের মধ্যে বাড়ি হতে হবে ৷ জয়েন্ট অ্যাকাউন্ট, বাচ্চার অ্যাকাউন্ট বা নন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না ৷


এই পরিষেবার জন্য ব্যাঙ্কের তরফে একটি চার্জ নেওয়া হবে ৷ টাকা লেনদেনের ক্ষেত্রে প্রত্যের লেনদেনে ১০০ টাকা চার্জ দিতে হবে ৷ নন ফাইন্যান্সসিয়াল লেনদেনের ক্ষেত্রে লাগবে ৬০ টাকা ৷ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে- यहां क्लिक करें https://www.sbi.co.in/portal/web/services/doorstep-banking-services