বিরাট সুযোগ বিনিযোগকারীদের কাছে এমন এক স্টক যেখানে বিনিযোগ করলেই বাম্পার ফাযদা পাওয়া যায় ৷ শেয়ার ধারকেরা ১০০ শতাংশের বেশি রিটার্ন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
ভারতীয় বাজারে মাল্টিব্যাগার (Multibagger stocks 2022) শেয়ারের তালিকায় স্মল ক্যাপ ও মিডক্যাপের সকল শেয়ার এর অন্তর্গত ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
আজ আমারা এমন এক শেয়ারের কথা বলব সেটি অ্যায়চার মোটর্সের শেয়ার (Eicher Motors Share) এই শেয়ারে বিনিয়োগ করলে ব্যাপক রিটার্ন পাওয়া যায়নি ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
অ্যায়চার মোটর্সের শেয়ারের (Eicher Motors Share) দাম ২৫ জানুয়ারি ২০০২-এ, এনএসএ-তে দাম ছিল ৩.১৮ টাকা ছিল যেটা ২৮ জানুয়ারিতে ২০২২ স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার সময়ে দাম পৌঁছেছিল ২,৬১৮ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
এই কুড়ি বছরে মোট ৮২,২২৫ শতাংশ বৃদ্ধি হয়েছে দাম ৷ বিগত এক বছর ধরে অন্য কোনও অটোস্টকের মত শেয়ার করোনা (Coronavirus Third Wave) মহামারীর প্রকোপের কারণে নেতিবাচক ছিল ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
বিগত একমাসে এই স্টক বেড়েছে ১ শতাংশ ৷ বিগত ৬ মাসে আয়শার মোটর্সের শেয়ারের দাম ০.৫০ শতাংশ বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
বিগত একমাসে আয়শার মোটর্সের শেয়ারের দাম প্রায় ₹২,৮৪২ থেকে কমে ₹২,৬১৮ টাকা হবে ৷ এর মধ্যে প্রায় ৮ শতাংশ ক্ষতি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
বিগত পাঁচ বছরে অটোস্টক প্রায় ₹২,৩৪০ টাকা থেকে বেড়ে ₹২,৬১৮ টাকা হবে ৷ যাঁরা দশ বছর আগে অ্যায়চার মোটর্সের শেয়ারে বিনিয়োগ করেছেন তাঁরা দুর্দান্ত রিটার্ন পেয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
এই সময়ে এই অটোস্টক ১,৫০০ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ এই রকম ভাবে বিগত ২০ বছরে ৩.১৮ টাকার শেয়ারের দাম হয়েছে ২,৬১৮ টাকা ৷ এই সময়ে প্রায় ৮২ শতাংশ বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
যদি কোনও ব্যক্তি সংস্থার শেয়ারে ২৫ জানুয়ারি ২০০২ ৷ ১০,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন সেই বিনিয়োগ যদি বর্তমানেও থেকে থাকে তবে আজ সেই টাকার পরিমাণ দাঁড়াবে ৮২.৩১ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
অর্থাৎ বিনিয়োগকারী ৮২ লক্ষেরও বেশি টাকা পেয়েছেন ৷ প্রতীকী ছবি ৷