

আচমকা দূরপাল্লার ট্রেনে যাত্রা করার প্রয়োজন হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ এত অল্প সময়ের মধ্যে একটি তো টিকিটই পাওয়া যায় না ৷ আর পাওয়া গেলেও সেটি কনফার্ম হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ থাকে ৷


তবে রেল যাত্রীদের জন্য রয়েছে দারুণ একটি খবর ৷ ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন রিজার্ভেশন চার্টের (second reservation chart) টাইমিংয়ে বদল করা হচ্ছে ৷ ১০ অক্টোবর থেকে রেলের দ্বিতীয় রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ঠিক ৩০ মিনিট আগে তৈরি করা হবে ৷


করোনা ভাইরাসের জেরে রেলের তরফে এই নিয়মে বদল করা হয়েছে ৷ দ্বিতীয় রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু ফের এই নিয়ম বদল করা হয়েছে ৷ এবার দ্বিতীয় রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ঠিক ৩০ মিনিট আগে তৈরি করা হবে ৷


দ্বিতীয় চার্ট তৈরির আগে টিকিট বিকিংয়ের সুবিধা অনলাইন বা পিআরএস টিকিট কাউন্টারের মিলবে ৷ ৩০ মিনিট আগে চার্ট তৈরির জন্য রেলের তরফে CRIS সফ্টওয়ারে কিছু বদল করা হবে ৷


প্রথম চার্ট ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে তৈরি করা হয় ৷ দ্বিতীয় চার্ট এবার অনেকটাই দেরিতে তৈরি করা হলে যাত্রীদের কাছে টিকিট বুকিংয়ের বেশি অপশন থাকবে ৷ দ্বিতীয় চার্ট তৈরি করার আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে ইন্টারনেটে টিকিট বুকিং করা যেতে পারে ৷