SBI SO Recruitment 2020: এগজিকিউটিভ পদে প্রচুর নিয়োগ করছে SBI, কী ভাবে আবেদন, যোগ্যতা, জেনে নিন এক ক্লিকে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এ অফিসার পদে চাকরি করতে চান? তা হলে এই খবর আপনার জন্য৷ ৩২৬ শূন্য পদে সিনিয়ার এগজিকিউটিভ ও এগজিকিউটিভ নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক (SBI SO Recruitment 2020) ৷


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এ অফিসার পদে চাকরি করতে চান? তা হলে এই খবর আপনার জন্য৷ ৩২৬ শূন্য পদে সিনিয়ার এগজিকিউটিভ ও এগজিকিউটিভ নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক (SBI SO Recruitment 2020) ৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন৷ আবেদনের শেষ দিন ১৩ জুলাই, ২০২০৷


মঙ্গলবার অর্থাত্ ২৩ জুন থেকে আবেদন সময় শুরু হয়েছে৷ আবেদন করা যাবে ১৩ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত৷ শিক্ষাগত যোগ্যতা, বাছাই পর্ব-সহ যাবতীয় তথ্য রইল৷


এসবিআই-এর এগজিকিউটিভ পদে (FI & MM) ২৪১টি পদে লোক নিয়োগ করা হবে৷ সিনিয়ার এগজিকিউটিভ পদে (Social Banking & CSR) শূন্য পদের সংখ্যা ৮৫৷


শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, প্রয়োজনীয় স্কিল, শিক্ষা শেষে কাজের অভিজ্ঞতা-সহ যাবতীয় বিষয়ে বিস্তারিত জানতে


বাছাই পর্ব: আবেদন খতিয়ে দেখে শর্টলিস্ট করা হবে ইন্টারভিউ-র জন্য৷ ব্যাঙ্কের শর্টলিস্টিং কমিটি এই কাজটি করবে৷ যদি সব ক্ষেত্রে যোগ্য প্রার্থী হয়, তা হলে ইন্টারভিউ-র ডাক আসবে৷