

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে SBI Clerk Prelims Result 2019 জারি করে দিয়েছে ৷ ব্যাঙ্ক মঙ্গলবার ২৩ জুলাই এর ঘোষণা করেছে ৷ পরীক্ষার্থীরা স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট sbi.co.in রেজাল্ট চেক করতে পারবেন ৷


ক্লার্কের পদের জন্য এসবিআই ২২,২৩ ও ৩০ জুন অনলাইনে পরীক্ষা নিয়েছিল ৷ প্রিলিমের রেজাল্টের পর এবার আবেদনকারীরা জানতে পারবেন কারা দ্বিতীয় ধাপ (SBI Clerk Main exam 2019) পরীক্ষা দিতে পারবেন ৷ SBI Clerk Main exam 2019 পরীক্ষা নেওয়া হবে ১০ অগাস্ট ৷ জুলাইয়ের শেষ সপ্তাহে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন পরীক্ষার্থীরা ৷


কীভাবে চেক করবেন রেজাল্টsbi.co.in ওয়েবসাইটে গিয়ে হোমপেজে SBI Clerk Prelims 2019 result লিঙ্কে ক্লিক করুন ৷ ক্লিক করতেই নতুন পেজ খুলে যাবে ৷ সেখানে আপনার রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর এবং অন্য জরুরি তথ্য দিয়ে এন্টারে ক্লিক করুন ৷ এরপর রেজাল্ট এলে তার প্রিন্ট আউট নিয়ে নিন ৷


যারা এই পরীক্ষায় পাশ করবেন তারা SBI Clerk Main exam 2019 বসতে পারবেন ৷ এই পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে ৷