

•দেশের বৃহত্তম ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এটিএম-এ জালিয়াতির ঘটনা বেড়েই চলছে৷ এই ধরনের জালিয়াতি নিয়ন্ত্রণ করতে এটিএম থেকে নগদ টাকা তোলার নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এখন থেকে এটিএমগুলিতে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)-এর ব্যবহার বাস্তবায়ন করা হচ্ছে৷


•১৮ সেপ্টেম্বর থেকে দেশে জুড়ে সমস্ত এসবিআই এটিএমগুলিতে এই নিয়ম চালু হবে। এর আগে, রাতে এটিএম জালিয়াতি এড়াতে এই বছরের ১ জানুয়ারি থেকে ওটিপি নির্ভর এটিএমের সুবিধা চালু করে এসবিআই(SBI OTP Based ATM Withdrawal)। এর ফলে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসবিআই এটিএম থেকে ১০ হাজার টাকা এবং আরও বেশি নগদ তোলার সময় OTP প্রয়োজন হত৷


•এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ২৪ ঘণ্টা ওটিপি ব্যবহারের সঙ্গে সঙ্গে এসবিআই এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সারা দিনই ওটিপি মার্ফত টাকা তোলার নিয়ম করে, এসবিআই আদতে ডেবিট কার্ড হোল্ডারদের টাকা জালিয়াতি, কার্ড স্কিমিং, কার্ডের ক্লোনিং ও অন্যান্য ঝুঁকি এড়াতে সাহায্য করছে।৷


•OTP-র মাধ্যমে টাকা তোলার সুবিধা কেবল SBI ATMতে পাওয়া যায় কারণ নন-এসবিআই এটিএমগুলিতে ন্যাশনল ফিনানসিয়াল স্যুইচ (National Financial Switch-NFS) তৈরি হয়নি। OTP সিস্টেম-জেনারেটেড নিউমারিক স্ট্রিং যা এক সময়ের টাকা লেনদেনের প্রমাণীকরণের সাহায্য করবে। গ্রাহকরা এটিএম থেকে টাকা তোলার পরিমাণ লেখার পরে এটিএমের স্ক্রিনে ওটিপি চাওয়া হবে৷ নিজের রেজিস্টার্ড মোবাইলে সেটি আসবে এলং ওই নম্বরটা স্ক্রিনে লিখতে হবে৷


•এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর সিএস শেঠি (Retail & Digital Banking) জানান, 'এসবিআই প্রযুক্তিগত উন্নতি এবং নিরাপত্তা স্তর বৃদ্ধি করার মাধ্যমে গ্রাহকদের সুবিধার্থে এবং সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা এগিয়ে। আমরা নিশ্চিত যে ঘণ্টা ওটিপি স্বীকৃত এটিএম-এর ফলে এসবিআই গ্রাহকরা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত টাকা তোলার ক্ষেত্রে সাহায্য করবেন


•এসবিআই এটিএম থেকে নগদ তুলতে গেলে, গ্রাহকদের পিন নম্বর সহ একটি ওটিপিও দিতে হবে। এই ওটিপি আসবে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে৷