PPF: পিপিএফ-এ সুদের হার ০.৭ শতাংশ কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে৷
2/ 10
NSC: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC-তে সুদের হার ৬.৮ শতাংশ থেকে ০.৯ শতাংশ কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়েছে৷
3/ 10
Senior Citizens Savings Scheme: পাঁচ বছরের মেয়াদের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (Senior Citizens Savings Scheme)-এ সুদের হার এক ধাক্কায় ৭.৪ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে৷ এই সঞ্চয়ের প্রকল্পে তিন মাস অন্তর সুদ পাওয়া যায়৷ Photo-PTI
4/ 10
Monthly Income Account: এই প্রকল্পে সুদের হার ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৭ শতাংশ করা হয়েছে৷
5/ 10
Kisan Vikas Patra: বার্ষিক সুদের হার ৬.৯ শতাংশ থেকে কমিয়ে ৬.২ শতাংশ করা হয়েছে৷ কিসান বিকাশ পত্রের মেয়াদও ১২৪ মাস থেকে বাড়িয়ে ১৩৮ মাস করা হয়েছে৷
6/ 10
Sukanya Samriddhi Scheme: কন্যাসন্তানদের উচ্চশিক্ষা ও বিয়ের জন্য সাধারণ মানুষের পছন্দের এই সঞ্চয় প্রকল্পে সুদের হার ৭.৬ শতাংশ থেকে একধাক্কায় কমে দাঁড়াল ৬.৯ শতাংশ৷
7/ 10
Savings Deposit: সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩.৫ শতাংশ করা হয়েছে৷
8/ 10
Fixed Deposit: এক বছরের মেয়াদের আমানতে সুদের হার ৫.৫ থেকে কমে ৪.৪ শতাংশ হল৷ ২ বছরের মেয়াদের টাইম ডিপোজিটে সুদের হার ০.৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ ৩ এবং ৫ বছরের মেয়াদি আমানতে সুদের হার যথাক্রমে কমে হল ৫.১ এবং ৫.৮ শতাংশ৷
9/ 10
Recurring Deposit: ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.৮ শতাংশ কমিয়ে ৫.৩ শতাংশ করা হয়েছে৷
10/ 10
স্বল্প সঞ্চয়ে সুদের হার প্রতি তিন মাস অন্তর ঘোষণা করা হয়৷ এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে ১ এপ্রিল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধিত সুদের হার ঘোষণা করা হয়েছে৷