

ভারতীয় বাজারে একদিনে সোনা ও রুপোর দামে ভারী পতন দেখা গিয়েছে ৷ এমসিএক্সে শুক্রবার অর্থাৎ ৮ জানুয়ারি গোল্ড ফিউচার প্রতি ১০ গ্রামে ২০৬৮ টাকা কমে ৪৮,৮১৮ টাকা হয়েছে ৷ অন্যদিকে সিলভার ফিউচার ৮.৮ শতাংশ অর্থাৎ ৬১০০ টাকা প্রতি কিলোগ্রামে দাম কমে ৬৩৮৫০ টাকা হয়েছে ৷ কিন্তু শুক্রবার সোনা ও রুপোর দাম হঠাৎ এতটা কমে গেল কেন ?


আন্তর্জাতিক বাজারে দুটি ধাতুরই দাম কমে যাওয়ায় ভারতীয় বাজারে দাম কমে গিয়েছে সোনা ও রুপোর ৷ পাশাপাশি মার্কিন বন্ডের ইল্ড বেড়ে যাওয়ায় ও ডলার মজবুত হওয়ায় দুটি ধাতুর দামে পতন দেখা গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে আমেরিকায় নতুন সরকার গঠন হওয়ায় ও রিলিফ প্যাকেজ ঘোষণার সম্ভাবনা থাকায় ইউএস ট্রেজারি ইল্ড উর্ধ্বমুখী ৷ এছাডা মার্কিন শেয়ার বাজারও চাঙ্গা হয়েছে ৷ এরই প্রভাব পড়েছে সোনার দামের উপরে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫২,০০০ থেকে ৪৮,৫০০ টাকার মধ্যে থাকার সম্ভাবনা বেশি ৷


আন্তর্জাতিক বাজারে শুক্রবার সোনার দাম কমে ১৮৪৯.০১ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল ৷ রুপোর দাম ৬.৫ শতাংশ কমে ২৫.৪২ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ ৭ অগাস্ট ২০২০ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা হওয়ায় অলটাই হাইয়ে পৌঁছে গিয়েছিল ৷ একই দিনে রুপোর দাম হয়ে গিয়েছিল ৭৭ হাজার টাকা প্রতি কিলোগ্রামে ৷ তখন থেকে এখনও পর্যন্ত সোনার দাম পড়েছে ৭৪০০ টাকা, রুপোর ১৩০০০ টাকা ৷