প্রয়োজন হবে না কোনও এটিএম কার্ডের৷ শুধুমাত্র ইউপিআই নম্বরের সাহায্যেই যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷ এ দিন এমনই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷
2/ 6
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র হাতেগোনা কয়েকটি ব্যাঙ্কেই কার্ড ব্যবহার না করেই টাকা তোলার সুবিধে রয়েছে৷ এবার সব এটিএম-এই ইউপিআই ব্যবহার করে টাকা তোলার সুবিধে চালু করা হবে৷
3/ 6
আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, এই ব্যবস্থা চালু হলে কার্ড স্কিমিং, ক্লোনিং করে এটিএম জালিয়াতির ঘটনা অনেক কমবে৷
4/ 6
বর্তমানে, শুধুমাত্র নির্বাচিত কয়েকটি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের নিজস্ব এটিএম-এ কার্ডলেস উইথড্রলের সুিবধা দেয়৷ ইউপিআই-এর সাহায্যে কাস্টমার অথোরাইজেশন-এর মাধ্যমে সব এটিএম থেকে কার্ডবিহীন নগদ তোলার সুবিধা শুরু করতে চাইছে আরবিআই৷
5/ 6
এ বিষয়ে খুব শিগগিরই এনপিসিআই, এটিএম নেটাওয়ার্ক এবং ব্যাঙ্কগুলিকে আলাদা নির্দেশিকা পাঠিয়ে দেবে রিজার্ভ ব্যাঙ্ক৷
6/ 6
এই মুহূর্তে এইচডিএফডি, আইসিআইসিআই-এর মতো কয়েকটি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কার্ড ছাড়া এটিএম থেকে নগদ তোলার সুবিধে দেয়৷ কার্ড ব্যবহার না করে এটিএম থেকে অন্য কাউকে টাকাও পাঠানো যায়৷