

ব্রিটিশদের সময় থেকে চলে আসা এই প্রথাকে শেষ করতে চলেছে মোদি সরকার ৷ এবার থেকে রেল মন্ত্রকের সাহেবরা আর বাংলো পিওন বা (Bungalow Peon) টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসি (TADK) এর সুবিধা পাবেন না ৷ নতুন এই নিয়ম ইতিমধ্যেই লাগু করে দেওয়া হয়েছে ৷ ৬ অগাস্ট রেল বোর্ড এই বিষয়ে নোটিস জারি করে সমস্ত জোনাল রেলওয়ের জিএম-দের পাঠিয়ে দিয়েছে ৷


রেলের আধিকারিকদের বাড়িতে ২৪ ঘণ্টা কাজ করার জন্য একজনকে নিয়োগ করা হত ৷ তাদের রেল বোর্ড ও উত্তর রেলওয়েতে TADK বা টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসি বলা হয় আবার পূর্ব রেলওয়ে বা অন্যান্য জোনে তাঁদের বাংলো পিওন বলা হয় ৷ এই চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হয় না ৷ রেলের আধিকারিকরা তাঁদের ইচ্ছে মতো যে কাউকে কাজে নিয়ে নিতেন এবং তাঁরা রেলের কর্মচারী হিসেবে আধিকারিকদের বাংলোতে বাড়ির কাজ করে থাকতেন ৷ সাধারণত একজন আধিকারিকদের বাড়িতে তাঁরা ৩ বছর পর্যন্ত কাজ করতেন ৷ এরপর তাঁদের রেলের অফিস, ওপেন লাইন বা ওয়ার্কশপে পাঠিয়ে দেওয়া হত৷ এর জেরে আধিকারিক আরও একজনকে বাংলো পিওনকে চাকরিতে রেখে দিতেন ৷


আইএএস আধিকারিকরাও বাংলো পিওনের সুবিধা পান না ৷ তাই এই নিয়ে বেশ অনেকদিন ধরেই আলোচনা চলছে ৷ রেলের ফিল্ডে সিনিয়র লেভেল আধিকারিক থেকে বাংলো পিওনের সুবিধা দেওয়া হয় ৷