দেশের অন্যতম বড় ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক এক নয়া সুবিধা শুরু করেছে ৷ এই সুবিধা পাবেন পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
গ্রাহকদের জন্য আর্থিক লেনদেন আরও সুবিধাজনক হয়ে গিয়েছে ৷ লেনদেনকে আরও সুবিধাজনক করতে কার্ডলেস উইথড্রলের (PNB Cardless Cash Withdrawal) সুবিধা শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
এই সুবিধার ফলে গ্রাহকেরা এবার থেকে কার্ড ব্যবহার না করেই ATM থেকে টাকা তুলতে পারবেন ৷ এছাড়াও ব্যাঙ্কের পক্ষ থেকে (Virtual Debit Card) ভার্চুয়াল ডেবিট কার্ডও লঞ্চ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের এমডি ও সিইও অতুল কুমার গয়াল (Atul Kumar Goyal) জানিয়েছেন ফাইন্যানশিয়াল সেক্টরের রিকভারি আরও মজবুত করতে পিএনবির এই উদ্যোগ ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
পিএনবির বিশেষ কিছু সুবিধা পেশ করে ডিজিট্যাল ট্রান্সফরমেশনের জন্য অনেক প্রতিবন্ধকতা ফের পরিভাষিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
ATM-এর মাধ্যমে কার্ডলেস টাকা তোলার পদ্ধতি দেশের বেশ কয়েকটি ব্যাঙ্কে আগে থেকেই শুরু করেছে ৷ এই সুবিধার অন্তর্গত গ্রাহকদের যেই ব্যাঙ্কে টাকা আছে সেই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
ATM থেকে এই ভাবে টাকা তোলার জন্য ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করা হয় ৷ একের পর এক ব্যাঙ্ক এই সুবিধা চালু করেছে ৷ এই সুবিধা কার্যকর এটিএম কার্ড ছাড়া টাকা তোলা যাবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
কার্ড ক্লোনিং বা অন্যভাবে জালিয়াতি করা সম্ভব হবেনা ৷ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে অর্থবর্ষের প্রথম MPC সমস্ত ব্যাঙ্কের জন্য কার্ডলেস নগদ টাকা তোলার কথাবার্তা শুরু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷