

♦ পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলা ৷ সেই হামলায় মৃত্যু ঘটে ৪২ জন সিআরপিএফ জওয়ানের ৷ ছুটি থেকে ফিরে কাজে যোগ দিতে যাচ্ছিলেন সকলে ৷


♦ এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশজুড়ে ৷ বিদেশ থেকেও ভারতের পাশে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে ৷ এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতোর চরমে ৷


♦ সেই কারণে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে আর পাকিস্তানে চা রপ্তানি করা হবে না ৷ আর এই সিদ্ধান্ত মেনেও নিয়েছে চা রপ্তানি কমিটি ৷


♦ এই হামলার পর তাদের এই ক্ষতি মেনে নিতে কোনও অসুবিধা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷ ভারতীয় চা রপ্তানি সংগঠনের চেয়ারম্যান অংশুমান কানোরিয়া বলেন, ‘‘অবশ্যই আমরা প্রস্তুত আছি। কেন্দ্র সরকার বললেই আমরা পাকিস্তানে চা রপ্তানি করা বন্ধ করে দেব। দেশ এবং দেশের নিরাপত্তারক্ষীদের সুরক্ষা প্রথমে, বাণিজ্য তারপর।’’


♦ অংশুমান বলেন, ‘‘ভয়াবহ এই হামলার পর আমরা কখনই কোনও বাণিজ্যিক লেনদেন পাকিস্তানের সঙ্গে করার কথা ভাবতেও পারি না। আগে দেশ আসে, বিশেষ করে যখন এ ধরনের কোনো ঘটনা ঘটে তখন দেশের নির্দেশের জন্যই আমরা অপেক্ষা করে থাকি। তাতে যদি আমাদের সংগঠনকে ক্ষতির মুখে পড়তে হয় কোনও ব্যাপার নয়।’’ কেন্দ্র সরকারের কাছে ভারতীয় চা রপ্তানি সংগঠন চিঠি দিয়ে তাদের প্রস্তাব জানিয়েছে।