

• সরকার জানিয়েছে, যে সমস্ত সংস্থা বেসরকারি রেল পরিবহণ পরিচালনা করবে, সেই সংস্থাগুলি তাদের ইচ্ছা মতো রেলের ভাড়া ঠিক করতে পারবে। অর্থাৎ সরকার নির্ধারিত ভাড়ার কোনও বিষয় এখানে খাটবে না।


• রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছেন, ‘নিজেদের মতো করে ভাড়া ঠিক করার জন্য বেসরকারি সংস্থাগুলিকে স্বাধীনতা দিয়েছে ভারতীয় রেল। কিন্তু সেই একই রুটে যদি বাস ও বিমান চলে, তাহলে ভাড়া ঠিক করার সময় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে।


• ভারতীয় রেলের আধুনিকীকরণ ও উন্নতির স্বার্থে মোদি সরকার দীর্ঘ সরকারি রেল ব্যবস্থার আংশিক বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক যে ভারতের গণপরিবহণের অন্যতম মাধ্যম হচ্ছে রেল। ট্রেনে করেই দেশের আপমার সাধারণ থেকে দরিদ্র মানুষ যাতায়াত করে থাকেন।


• সেই কারণেই সামান্য ভাড়া বাড়লেও সেটি ভারতের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তবু সরকারের মুনাফা বাড়াতেই বেসরকারি হাতে রেলের একটি অংশ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার।