বড়সড় উদ্যোগ কেন্দ্রের মাসে মাত্র ২০০ টাকা বিনিয়োগেই পাওয়া যাবে ৭২,০০০ টাকার পেনশন ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
সোশ্যাল সিকিউরিটি স্কিমের অন্তর্গত এই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা ৷ জাতীয় পেনশন প্রকল্পের অন্তর্গত লঞ্চ করা হয়েছে এই প্রকল্পটি ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
এই পেনশন স্কিমটি শুরু করতে গেলে গ্রাহকদের আধার কার্ড ও সেভিংস বা জনধন অ্যাকাউন্ট থাকতে হবে ৷ মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে এই অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
কোনও ব্যক্তির বয়স যদি ৩০ হয় তাঁকে প্রতি মাসে ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে ৷ অর্থাৎ তিনি এক বছরে ১,২০০ টাকা জমাচ্ছেন তাঁর ৬০ বছর বয়স পর্যন্ত মোট সঞ্চয়ের পরিমাণ হবে ৩৬,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
৬০ বছরে পরে প্রতি মাসে ৩,০০০ টাকা করে নিস্চিত পেনশন পাবেন ৷ পেনশন ভোগী এমন কোনও সদস্য রয়েছে যিনি মারা গিয়েছেন তাঁর মৃত্যুর পরে পেনশনের ৫০ শতাংশ অর্থাৎ ১,৫০০ টাকা প্রতি মাসে পাাবেন তাঁর স্বামী/স্ত্রী ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
এই যোজনা তাঁদের জন্যই যাঁরা নিজস্ব ব্যবসা করেন এবং যাদের বাৎসরিক আয় ১.৫ কোটি টাকার কম তারাই এই প্রকল্পের আওতায় আসবেন ৷ সেই সমস্ত ব্যবসায়ীরা ৬০ বছর পরে মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
১৮ থেকে ৪০ বছরের মধ্যেই এই প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাবেন গ্রাহক বা ক্রেতারা ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
অসংগঠিতে ক্ষেত্রে কর্মরত শ্রমিক হতে হবে ৷ যাঁদের মাসিক আয় ১৫,০০০ টাকার কম হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষেরা অর্থাৎ রিকশা চালক, রাস্তায় যিনি ব্যবসা করেন, যিনি পরিচারক বা পরিচারিকারকাজ করেন বাড়ি বাড়ি, মিড ডে মিলের দলে কাজ করেন, ধোপার কাজ করেন এই রকম পেশার সঙ্গে সংযুক্ত মানুষেরা এই প্রকল্পের একমাত্র দাবিদার ৷ প্রতীকী ছবি ৷