পোস্ট অফিসে টাকা জমালে অনেক বেশি লাভ, কোন লাভজনক স্কিমে কত সুদ, জেনে নিন!
মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করছেন, তা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাটাও খুব জরুরি। পোস্ট অফিসের বেশ কিছু স্কিমে বিনিয়োগ অন্যান্য বিনিয়োগের জায়গা থেকে লাভজনক ৷ আসুন জেনে নিই সে সম্পর্কে বিস্তারিত তথ্য ৷


মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করছেন, তা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাটাও খুব জরুরি। কিন্তু কোথায় কত জমালে কত ফেরত পাবেন, সেই নিয়ে কিছুই খবর রাখি না আমি-আপনি অনেকেই। আসুন, সে বিষয়ে একটু বিশদে জেনে নিই।


ব্যাঙ্কের নানা স্কিমে জমানো টাকার ওপর সুদের পরিমাণ নিয়ে অনেক তথ্যই আমরা পেয়ে যাই চট করে। তবে পোস্ট অফিসের খবরাখবর অনেকেই রাখি না। পোস্ট অফিসেও কিন্তু নানা স্কিমে টাকা রাখতে পারেন। ফিক্সড ডিপোজিট, রেকারিং, পিপিএফ, সিনিয়র সিটিজেন স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা তারই মধ্যে কয়েকটি। বিশদে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের কিছু স্কিম।


পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টএখানে সুদের হার ৪%। এই অ্যাকাউন্টে সব সময় অন্তত ৫০০ টাকা রাখতেই হবে। আগে ন্যূনতম ৫০ টাকা রাখলেই চলত। এখন ৫০০ টাকার কম থাকলে আর্থিক বছরের শেষে ১০০ টাকা কেটে নেওয়া হয়।


পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটএখানে টাকা রাখলে ৫.৮% সুদ পাবেন। ১ থেকে ৩ বছরের জন্য টাকা রাখলে সুদের হার ৫.৫ শতাংশ। ৫ বছরের জন্য টাকা রাখলে সুদের হার ৬.৭%। এ ছাড়াও এখানে ৫ বছরের জন্য টাকা রাখলে আয়করে ছাড় পাওয়া যায়। আমরা নই, আয়কর আইন, ১৯৬১-র ৮০সি ধারা বলছে এ কথা।


পিপিএফপোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে ৭.১% হারে সুদ পাওয়া যাবে। একটি আর্থিক বছরে এই প্রকল্পে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। মোট ১২টি কিস্তিতে টাকা জমা রাখা যায়। ১৫ বছর পর ম্যাচিওর করে। অর্জিত সুদের হারের উপরে আয়কর ধার্য হয় না।


সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)এই স্কিমে সুদের হার ৭.৬%। এখানে মেয়ের অভিভাবককে ১৪ বছর বয়স পর্যন্ত টাকা রাখতে হয়। মেয়ের ২১ বছর বয়স হওয়ার পর স্কিম ম্যাচিওর করে। ন্যূনতম ২৫০ টাকা দিয়ে স্কিম খোলা যায়। এখানে টাকা রাখলেও আয়করে ছাড় পাওয়ার সুবিধা থাকে। এক অর্থবর্ষে ন্যূনতম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।