ব্যাঙ্কের নানা স্কিমে জমানো টাকার ওপর সুদের পরিমাণ নিয়ে অনেক তথ্যই আমরা পেয়ে যাই চট করে। তবে পোস্ট অফিসের খবরাখবর অনেকেই রাখি না। পোস্ট অফিসেও কিন্তু নানা স্কিমে টাকা রাখতে পারেন। ফিক্সড ডিপোজিট, রেকারিং, পিপিএফ, সিনিয়র সিটিজেন স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা তারই মধ্যে কয়েকটি। বিশদে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের কিছু স্কিম।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)
এই স্কিমে সুদের হার ৭.৬%। এখানে মেয়ের অভিভাবককে ১৪ বছর বয়স পর্যন্ত টাকা রাখতে হয়। মেয়ের ২১ বছর বয়স হওয়ার পর স্কিম ম্যাচিওর করে। ন্যূনতম ২৫০ টাকা দিয়ে স্কিম খোলা যায়। এখানে টাকা রাখলেও আয়করে ছাড় পাওয়ার সুবিধা থাকে। এক অর্থবর্ষে ন্যূনতম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।