

পোস্ট অফিস গ্রাহকদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করে থাকে ৷ একাধিক স্কিম বা প্রকল্প রয়েছে, রয়েছে কিছু ঝুঁকির প্রকল্পও যাঁরা একটু ঝুঁকি নিয়ে চলতে ভালবাসেন ৷ প্রতীকী ছবি ৷


পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যেমেও এই প্রকল্প বাস্তবায়িত হতে পারে ৷ এমআইএস এই প্রকল্প সিঙ্গেল বা জয়েন্টলিও করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷


এই প্রকল্পে ন্যূনতম ১,০০০ টাকা ও সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে ৷ কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷


এমআইএস করতে হলে সর্বাপ্রথম পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে ৷ তারপরে নিকটবর্তী এককি পোস্ট অফিসে গিয়ে এমআইএস আবেদনপত্র পূরণ করতে হবে ৷ এর সঙ্গে আইডি কার্ড বা সচিত্র পরিচয়পত্র, বাড়ির ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র ও ২টি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন ৷ আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে, নমিনির নাম দিয়ে জমা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷


অনেক সময়েই হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে থাকে তাই টাকা তুলতে হয় এমন হলে এক বছর পর টাকা তুললে ২ শতাংশ টাকা কেটে নিয়ে বাকি টাকা ফেরৎ দেওয়া হবে ৷ সেক্ষেত্রে তিন বছর পরে টাকা তুলতে গেলে ১ শতাংশ টাকা কেটে বাকি টাকা ফেরৎ দেওায় হবে ৷ আর কেউ যদি ৫ বছর পরে টাকা তুলতে চান সেক্ষেত্রে একটি টাকাও কাটা হবেনা ৷ পুরো টাকা ফেরৎ দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷