

সস্তায় সোনা কিনতে চান? তাহলে সেই সোনায় বিনিয়োগকারীদের দিকে সুযোগের হাত বাড়িয়ে দিচ্ছে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক পিএনবি (PNB)৷ পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (Punjab National Bank) ট্যুইট করে গ্রাহকদের এই খবর দিয়েছে৷ Photo-Representative


গোল্ড বন্ডে ২.৫ শতাংশ সুদ পাওয়া যাবে৷ বিনিয়োগকারীরা ১ গ্রাম অবধি গোল্ড বন্ডও কিনতে পারবেন৷ গোল্ড বন্ডের বিনিময়ে লোনও নিতে পারবেন বিনিয়োগকারীরা৷ বিনিয়োগ হওয়া পুঁজি ও সুদে সরকারি গ্যারান্টি থাকছে৷ ব্যক্তিগত লোন টার্মে ট্যাক্স দিতে হবে না৷ গোল্ড বন্ডে বিনিয়োগে টিডিএস কাটা হয় না৷


সরকারি Sovereign Gold Bond ইনভেস্টরদের জন্য এই সুযোগ দিচ্ছে৷ এই স্কিমের সুযোগ ১ -৫ ফেব্রুয়ারি অবধি৷


ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবার গোল্ড সাবস্ক্রিপশনের দাম প্রতি গ্রামে ৪৯১২ টাকা ধার্য করেছে৷ Sovereign Gold Bond স্কিমে ২০২০-২১ সিরিজে এই সুযোগ দিচ্ছে৷ এই বন্ডের সেটেলমেন্টের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২১ ৷


Sovereign Gold Bond কেনার জন্য বিনিয়োগকারীর কাছে প্যান কার্ড জরুরি৷ এই বন্ড অনলাইনে কিনতে পারবেন৷ তাছাড়াও ব্যাঙ্ক , স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কিছু নির্বাচিত ডাকঘর, এনএসই, বিএসই-র মতো স্টক এক্সচেঞ্জ থেকে কিনতে পারবেন৷


রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার জানিয়েছে বন্ডের নূন্যতম মূল্য ৪৯১২ টাকা ধার্য হয়েছে৷ এই মূল্য ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন লিমিটেড (IBJA) দ্বারা করা হয়েছে৷