পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একাদশতম কিস্তির টাকা ৩১ মে ২০২২-এর মধ্যে অ্যাকাউন্টে সরাসরি আসবে ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর একটি অনুষ্ঠানে এমনই জানিয়েছেন ৷ কিন্তু অনেক সময়েই দেখতে পাওয়া যায় আবেদনের বেশ কিছু ত্রুটির জন্য কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আটকে যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
আসলে কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana Benefits) অন্তর্গত কেন্দ্রীয় সরকারের কাছে কোটি কোটি আবেদনপত্র জমা পড়ে ৷ এর মধ্যে পেন্ডিং থেকে যায় ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
যে যে ভুলভ্রান্তি হতে পারে ৷ আবেদনপত্র পূরণ করার সময়ে নাম ইংরেজিতে লিখতে হবে ৷ যাঁদের নাম আবেদনপত্রতে হিন্দিতে আছে তাঁরা নাম ইংরেজিতে লিখে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
যদি আবেদনপত্রতে নাম ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আলাদা আলাদা হলে আটকে যেতে পারে টাকা ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
ব্যাঙ্কের IFSC, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা গ্রামের নাম লিখতে ভুল হলে সেই ক্ষেত্রেও অ্যাকাউন্টে টাকা আসবেনা ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
সম্প্রতি বেশ কিছু ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে IFSC কোড পরিবর্তিত হয়েছে ৷ ফলত আবেদকদের নতুন IFSC কোড আপডেট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
কীভাবে ভুলগুলি শুধরে নেবেন? প্রতীকী ছবি ৷
9/ 10
এরজন্য সর্বাপ্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ তারপরে ফার্মার্স কর্নার সিলেক্টকরতে হবে ৷ এখানে আধার এডিট বিকল্প বাছতে হবে ৷ সেখানে সঠিক আধার নম্বর দিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল হয়ে থাকে সেটি শুধরাতে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ অথবা এই বিষয়ের সঙ্গে সংযুক্ত আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে ৷ প্রতীকী ছবি ৷