পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত একাদশতম কিস্তির টাকা এরই মধ্যে লভ্যার্থীরা পেয়েছেন ৷ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত ২০২১-এ কেন্দ্রীয় সরকার বড়সড় বদল করেছিল ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
অর্থাৎ এবার কৃষকদের নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে পারেন ৷ এবার কেন্দ্রীয় সরকার ইকেওয়াইসির (eKYC) ডেডলাইন বৃদ্ধি করেছে ৷ পিএম কিষাণ পোর্টাল (pmkisan.gov.in)-এর পক্ষ থেকে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
সমস্ত পিএম কিষাণের লভ্যার্থীদের (eKYC)-এর সময় সীমা ৩১ জুলাই ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে ৷ এর আগে এই প্রকল্পের অন্তর্গত ই-কেওয়াইসির ডেডলাইন ৩১ মে ২০২২ পর্যন্ত ছিল ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
তবে এটা পরিষ্কার যে e-KYC ছাড়া কোনও ভাবেই টাকা পাওয়া যাবেনা ৷ e-KYC সম্পন্ন না করলেই আটকে যাবে টাকা ৷ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত একাদশতম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়েছেন লভ্যার্থীরা ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
পিএম কিষাণের ওয়েবসাইটে আধার সংক্রান্ত ওটিপি (OTP) প্রমাণের জন্য Kisan Corner-এ e-KYC বিকল্পতে ক্লিক করতে হবে ৷ বায়োমেট্রিক প্রমাণের জন্য নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
অথবা বাড়িতেই কম্পিউটার বা মোবাইলে করা যেতে পারে ৷ একনজরে জেনে নিন পদ্ধতিটি ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
আধার সংক্রান্ত ওটিপি প্রমাণিকরণের জন্য পিএম কিষাণ কর্ণারে ই-কেওয়াইসি বিকল্পতে ক্লিক করতে হবে ৷ বায়োমেট্রিক বিকল্পের জন্য নিকটবর্তী সিসিএতে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
বা বাড়িতে বসে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে এই কাজ পূরণ করা যেতে পারে ৷ এই জন্য সর্বপ্রথম https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
ডান হাতে e-KYC লেখা থাকবে ৷ তাতে ক্লিক করতে হবে, এছাড়ার কিস্তির সর্বশেষ পরিস্থিতি জানতে কোথাও যাওয়ার প্রয়োজনীয়তা নেই ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত নিজের কিস্তির স্টেটাস চেক করতে সর্বপ্রথম পিএম কিষাণের ওয়েবসাইটে যেতে হবে, এবার ডানদিকে ফার্মার্স কর্ণারে (Farmers Corner) ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
এরপরে বেনিফিশিয়ারি স্টেটাস চেক করতে হবে, সেক্ষেত্রে (Beneficiary Status) অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরে নতুন পেজ খুলবে ৷ এই খানে আধার নম্বর, মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপরে স্টেটাসের সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷