পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) একাদশতম কিস্তির টাকার অপেক্ষায় ৷ প্রতীকী ছবি ৷
2/ 16
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত টাকা পাবেন লভ্যার্থীরা ঠিক তখনই যখন তাঁরা সম্পূর্ণ রূপে ই-কেওয়াইসি পূরণ করবেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 16
কেন্দ্রের পক্ষ থেকে প্রদেয় তথ্য অনুযায়ী একাদশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে আসবে আগামী ৩১ মে ২০২২-এর মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
4/ 16
অন্যদিকে পিএম কিষাণের ওয়েবসাইটের অন্তর্গত ই-কেওয়াইসি দেওয়ার শেষ দিন ৩১ মে ২০২২ ৷ তাই অতি তাড়াতাড়ি ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে দ্রুততার সঙ্গে ৷ প্রতীকী ছবি ৷
5/ 16
আধার অন্তর্গত ওটিপি প্রমাণ করতে কৃষকদের Kisan Corner এ e-KYC বিভাগে গিয়ে বিকল্পতে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 16
বায়োমেট্রিক প্রমাণের জন্য নিকটবর্তী CSC সেন্টারে যেতে হবে ৷ তবে এই কাজ বাড়িতে বসে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 16
এই ভাবেই জেনে নিন সমগ্র পদ্ধতিটি আধার সংযুক্ত ওটিপি প্রমাণের জন্য কিষাণ ই-কর্নারে -ই-কেওয়াইসি বিকল্পতে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 16
আর বায়োমেট্রিক প্রমাণিকরণের জন্য নিকটবর্তী CSC সেন্টারে যেতে হবে ৷ অথবা বাড়িতে বসে কম্পিউটার, মোবাইল ও ল্যাপটপেই সম্পন্ন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 16
এই জন্য সর্বপ্রথমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে https://pmkisan.gov.in/ , ডানদিকে e-KYC লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে ৷
10/ 16
তালিকায় লভ্যার্থীর নাম আছে কি না তা জানতে পারবেন এমন ভাবেই, প্রতীকী ছবি ৷
11/ 16
সবার আগে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে, https://pmkisan.gov.in, তারপরেই হোমপেজের Farmers Corner অপশন থাকবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 16
Farmers Corner বিভাগে গিয়ে Beneficiaries List অপশনে ক্লিক করতে হবে ৷ তারপরেই ড্রপডাউন লিস্টে, রাজ্য, জেলা, ব্লক ও মহকুমা ইত্যাদি চেক করতে হবে ৷
13/ 16
তারপরেই 'Get Report'-এ ক্লিক করতে হবে ৷ এরপরেই লভ্যার্থীর সম্পূর্ণ তালিকা প্রকাশ্যে আসবে ৷ যেখানে নিজের নাম চেক করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
14/ 16
এরপরে নিজের কিস্তির স্টেটাস চেক করা যেতে পারে ৷ সবার আগে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে, https://pmkisan.gov.in, তারপরেই হোমপেজের Farmers Corner অপশন থাকবে ৷ প্রতীকী ছবি ৷
15/ 16
Farmers Corner বিভাগে গিয়ে Beneficiaries List অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরেই নতুন পেজ খুলে যাবে ৷ প্রতীকী ছবি ৷
16/ 16
তারপরেই আধার ও মোবাইল নম্বর এন্টার করতে হবে ৷ এরপরেই সমস্ত তথ্য পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷