প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একাদশতম কিস্তির টাকার (PM Kisan Samman Nidhi Yojana 11th Installment) জন্য অপেক্ষা করছেন প্রায় ১২ কোটিরও বেশি কৃষকেরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
১১তম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই ২০২২ এর মধ্যে পাবেন কৃষকেরা এমনটাই আশা করা হচ্ছে ৷ এই কারণেই বিভিন্ন প্রক্রিয়া লাগাতার ভাবে চালিয়ে যাওয়া হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) অন্তর্গত কেন্দ্রীয় সরকার বছরে তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ৬,০০০ টাকা দিয়ে থাকেন ৷ প্রতিটি কিস্তি ২,০০০ টাকা করে ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
মোদি সরকার হয়ে যাওয়া পাঁচ রাজ্যের ভোটের আগে দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
কিন্তু একাদশতম কিস্তির টাকা পেলে হলে e-KYC আবশ্যিক ৷ e-KYC না করলে টাকা আটকে যেতে পারে ৷ e-KYC করার শেষদিন ৩১ মে ২০২২ ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
কেন্দ্রের এই যোজনায় রাজ্যের অনুমোদন অত্যন্ত জরুরি ৷ জানতে পারা গিয়েছে একাদশতম কিস্তির জন্য অনেক রাজ্য সরকার এখনও সম্মতি প্রদান করেনি ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
ওয়েবসাইটে চেক করার পরে যদি Approval By State এই লেখাটি আসে তবে জানতে পারা যাবে কিস্তির টাকার জন্য রাজ্য সরকারের অ্যাপ্রুভাল এখনও আসেনি ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
যদি স্টেটাস চেক করার পরে যদি RFT বা Request For Transfer যার অর্থ রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য যাচাই করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রকে যাতে কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
যদি FTO is Generated and Payment Confirmation is Pending লেখা থাকে তার অর্থ ফান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা আসবে ৷ প্রতীকী ছবি ৷