হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

  • 16

    ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

    সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার থেকে ফিক্সড ডিপোজিটে টাকা রাখা অনেক বেশি লাভজনক। একথা প্রায় সকলেই জানি। কারণ, এটি একদিকে যেমন নিরাপদ, একই সঙ্গে উচ্চ হারে রিটার্ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যে কোনও ব্যাঙ্ক, কর্পোরেট প্রতিষ্ঠান, এনবিএফসি বা পোস্ট অফিসের মাধ্যমে এই খাতে টাকা জমা করা যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 26

    ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

    কিন্তু তার আগে নিজেকেই ভেবে নিতে হবে, কোন সময় থেকে এই টাকা জমা করা যেতে পারে। মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়—

    MORE
    GALLERIES

  • 36

    ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

    বর্তমান আয়:
    যে কোনও রকম বিনিয়োগের আগেই নিজের বর্তমান আয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখা খুব জরুরি। যদি দেখা যায় আয়ের একটা বড় অংশই জীবনের নানা প্রয়োজনে ব্যয় হয়ে যাচ্ছে তা হলে প্রাথমিক ভাবে সঞ্চয় করে নেওয়া প্রয়োজন। প্রতিমাসে সামান্য অর্থ সরিয়ে রেখে একটি তহবিল গড়ে তোলা যেতে পারে, যা পরবর্তীকালে বিনিয়োগে কাজে লাগানো যাবে।

    MORE
    GALLERIES

  • 46

    ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

    আয়কর:
    ফিক্সড ডিপোজিটের উপর যে সুদ পাওয়া যায় তা কিন্তু আয়কর ছাড়ের অন্তর্গত নয়। মনে রাখতে হবে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ হাতে আসবে তার উপর কিন্তু কর দিতে হবে। বার্ষিক ১০ হাজার টাকার উপর সুদ পাওয়া গেলেই তা করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। ফলে বিনিয়োগে আগেই ভেবে রাখতে হবে এই দিকটি।

    MORE
    GALLERIES

  • 56

    ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

    সুদের হার:
    সব সময় সুদের হার এক রকম থাকে না। ফলে এবিষয়ে খোঁজ খবর নিয়ে টাকা জমানোই বুদ্ধিমানের কাজ হবে। সুদের হার খুব কম থাকলে টাকা জমানোর প্রয়োজনই বা কী! শুধু তাই নয়, কোন ব্যাঙ্কে কত সুদ দিচ্ছে সে বিষয়েও খোঁজ খবর নিয়ে নেওয়া প্রয়োজন। ঝুঁকির দিক মাথায় রেখে টাকা জমানো যেতে পারে। সাধারণত, এনবিএফসি-গুলিতে ব্যাঙ্কের থেকে বেশি সুদ দেওয়া হয়। এক্ষেত্রে কী কী ঝুঁকি রয়েছে তা জেনে নিয়ে টাকা রাখা যেতেই পারে।

    MORE
    GALLERIES

  • 66

    ফিক্সড ডিপোজিট করার সেরা সময়? মাথার রাখুন শুধু চারটি বিষয়!

    বিনিয়োগের মেয়াদ:
    সুদের হার সব সময় এক থাকে না। তাই দীর্ঘ সময়ের জন্য বড় অঙ্কের টাকা আটকে রাখার কোনও প্রয়োজন নেই। তাতে হয়তো কম হারের সুদেই আটকে থাকতে হতে পারে। তাই একটা নির্দিষ্ট সময় অন্তর সঞ্চিত অর্থ তুলে আবার বিনিয়োগ করা যেতে পারে। ততদিনে নতুন সুদের হার কার্যকর হয়ে যাবে।

    MORE
    GALLERIES