

যদি গ্রাহক বিনামূল্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা (Pradhan Mantri Ujjwala Yojona) যোজনার অন্তর্গত রান্নার গ্যাসের সংযোগ নেওয়ার পরিকল্পনা করছেন, এই তথ্যগুলি রাখাটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojona) ভর্তুকির পরিকাঠামোতে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র ৷ মানি কন্ট্রোলের একটি খবরের সূত্রে জানতে পারা গিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক নতুন পরিকাঠামো নিয়ে কাজ করছে ৷ প্রতীকী ছবি ৷


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত (Pradhan Mantri Ujjwala Yojona) এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার এক কোটি নতুন গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু এইবার কেন্দ্রীয় সরকার OMCs-এর পক্ষ থেকে অগ্রিম পেমেন্টের মডেলে পরিবর্তন করতে পারে ৷ প্রতীকী ছবি ৷


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত (Pradhan Mantri Ujjwala Yojona) মানি কন্ট্রোলের খবর সূত্রে জানতে পারা গিয়েছে OMCs- ১,০০০ টাকা EMI বা মাসিক কিস্তি হিসাবে টাকা তুলবে ৷ বাকি ১,৬০০ চাকা কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসাবে দেবে ৷ প্রতীকী ছবি ৷


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojona) অন্তর্গত গ্রাহকদের ১৪.২ কিলোর সিলিন্ডার ও গ্যাস স্টোভ দেওয়া হয় ৷ এই গ্যাস নিতে গেলে বিপিএল (BPL) পরিবারের মহিলারা নতুন গ্যাস কানেকশনের (New LPG connection) জন্য আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojona)এছাড়াও মহিলারা সম্পূর্ণ ঠিকানা, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পরিবারের সবার আধার নম্বর দিতে হবে ৷ এরপরেই LPG সংস্থার পক্ষ থেকে নতুন গ্যাসের সংযোগ দেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷