

দেশের একাধিক রাজ্যে পেট্রোলের দাম প্রায় ৯০ টাকা প্রতি লিটার পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ অন্যদিকে ডিজেলের দামও বিশেষ কিছু কমেনি ৷ তবে গত ৭দিনে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি সরকারি তেল সংস্থাগুলির তরফে ৷ গত সপ্তাহের শুক্রবার ডিজেলের দাম প্রতি লিটারে ৮ পয়সা কমানো হয়েছিল ৷ সেপ্টেম্বর মাসে একদিন বাদে প্রায় প্রতিদিনই তেলের দাম বদল করা হয়েছিল ৷ অগাস্টে লাগাতার দাম বেড়েছিল পেট্রোলের ৷ আবার জুলাই মাসে লাগামছাড়া দাম বেড়েছিল ডিজেলের ৷


শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা ও ডিজেলের দাম ৭০.৪৬ টাকায় স্থির রয়েছে ৷ পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দাম আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷


দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দামদিল্লি- পেট্রোল ৮১.০৬ টাকা, ডিজেল ৭০.৪৬ টাকামুম্বই- পেট্রোল ৮৭.৭৪ টাকা, ডিজেল ৭৬.৮৬ টাকাকলকাতা- পেট্রোল ৮২.৫৯ টাকা, ডিজেল ৭৩.৯৯ টাকাচেন্নাই- পেট্রোল ৮৪.১৪ টাকা, ডিজেল ৭৫.৯৫ টাকানয়ডা- পেট্রোল ৮১.৫৮ টাকা, ডিজেল ৭০.০০ টাকালখনউ- পেট্রোল ৮১.৪৮ টাকা, ডিজেল ৭০.৯১ টাকাপটনা- পেট্রোল ৭৩.৭৩ টাকা, ডিজেল ৭৬.১০ টাকাচন্ডীগড়- পেট্রোল ৭৭.৯৯ টাকা, ডিজেল ৭০.১৭ টাকা


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ এসএমএস-এর মাধ্যমেও আপনি প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের RSP ও শহরের কোড লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তাদের RSP লিখে 9223112222 নম্বরে, এইচপিসিএল উপভোক্তাদের HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷