

শুক্রবার নিয়ে লাগাতার ৩দিন পেট্রোলের দামে কোনও বদল করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ তবে অনেকদিন পর বৃহস্পতিবার ডিজেলের দাম ১৬ পয়সা প্রতি লিটারে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ গত ১৭ দিনে পেট্রোলের দাম লিটারপ্রতি ১.৬৫ টাকা বেড়েছে৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে সরকারি তেল সংস্থাগুলির তরফে৷


জুলাই মাসে কেবল ডিজেলের দাম বৃদ্ধি করেছিল তেল সংস্থাগুলি ৷ গোটা জুলাই মাস পেট্রোলের দামে কোনও বদল করা হয়নি ৷ জুলাইয়ে ১০ বার দাম বাড়ানো হয়েছিল ডিজেলের ৷ এর জেরে ডিজেলের সেই সময় লিটার প্রতি ১.৬০ টাকা বেড়ে গিয়েছিল ৷


আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দামে বদলের প্রভাব সরাসরি দেশের মধ্যে পেট্রোল ও ডিজেলের উপর পড়ে থাকে ৷ সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷ এরপর উপর এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে পেট্রোল ও ডিজেল কিনতে হয় ৷


দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-দিল্লি- পেট্রোল ৮২.০৮ টাকা, ডিজেল ৭৩.৪০ টাকামুম্বই- পেট্রোল ৮৮.৭৩ টাকা, ডিজেল ৭৯.৯৪ টাকাকলকাতা- পেট্রোল ৮৩.৫৭ টাকা, ডিজেল ৭৬.৯০ টাকাচেন্নাই- পেট্রোল ৮৫.০৪ টাকা, ডিজেল ৭৮.৭১ টাকানয়ডা- পেট্রোল ৮২.৩৬ টাকা, ডিজেল ৭৩.৭২ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৮০.২৩ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকালখনউ-পেট্রোল ৮২.২৬ টাকা, ডিজেল ৭৩.৬২ টাকাপটনা- পেট্রোল ৮৪.৬৪ টাকা, ডিজেল ৭৮.৫৯ টাকাজয়পুর- পেট্রোল ৮৯.২৯ টাকা, ডিজেল ৮২.৪৫ টাকা