

রবিবার সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ গত ৩দিন থেকে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ তবে দেশে ধাপে ধাপে পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বেড়েই চলেছে ৷ তেলের দাম বাড়তে থাকায় দাম বাড়ছে সমস্ত জিনিসের ৷ বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম দেশে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে ৷ সোমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বাজেটে পেট্রোল ও ডিজেলে ছাড় দেওয়ার দাবি জানানো হচ্ছে ৷


পেট্রোলিয়াম সংস্থার তরফে দাম বৃদ্ধি করার জেরে একাধিক শহরে তেলের দাম রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে ৷ রাজস্থানের শ্রীগঙ্গানগরে পেট্রোলের দাম প্রায় ১০১ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৩ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷


দেখে নিন বিভিন্ন শহরে কত হয়েছে পেট্রোল ও ডিজেলের দামনয়াদিল্লি- পেট্রোল ৮৬.৩০ টাকা, ডিজেল ৭৬.৪৮ টাকামুম্বই- পেট্রোল ৯২.৮৬ টাকা, ডিজেল ৮৩.৩০ টাকাকলকাতা- পেট্রোল ৮৭.৬৯ টাকা, ডিজেল ৮০.০৮ টাকাচেন্নাই- পেট্রোল ৮৮.৮২ টাকা, ডিজেল ৮১.৭১ টাকানয়ডা- পেট্রোল ৮৫.৬৭ টাকা, ডিজেল ৭৬.৯৩ টাকারাঁচি- পেট্রোল ৮৪.৮০ টাকা, ডিজেল ৮০.৯১ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৮৯.২১ টাকা, ডিজেল ৮১.১০ টাকাপটনা- পেট্রোল ৮৮.৭৮ টাকা, ডিজেল ৮১.৬৫ টাকালখনউ- পেট্রোল ৮৫.৫৯ টাকা, ডিজেল ৭৬.৮৫ টাকা


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় বদল করে থাকে দেশের সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় গ্রাহকদের ৷