

সরকারি তেল সংস্থাগুলির তরফে লাগাতার দ্বিতীয় দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে ৷ ধাপে ধাপে তেলের দাম বাড়তে থাকায় পেট্রোল ও ডিজেলের দাম উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে ৷ বুধবার রাজস্থানের গঙ্গানগর শহরে পেট্রোলের দাম দেশের মধ্যে সবচেয়ে বেশি ৯৮.১০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৷ ডিজেল বিক্রি হচ্ছে ৮৯.৭৩ টাকা প্রতি লিটারে ৷ এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৩০ পয়সা এবং ডিজেলের দাম ২৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷ দিল্লি ও মুম্বইয়ে পেট্রোলের দাম রেকর্ড স্তরে পৌঁছ গিয়েছে ৷


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার বেড়েই চলেছে যার প্রভাব পেট্রোল ও ডিজেলের বিক্রির উপরে সরাসরি পড়ে চলেছে ৷ সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৬০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এর জেরেই প্রায় তিনদিন পর দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে ৷


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬ টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় উপভোক্তাদের ৷


দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-- দিল্লি- পেট্রোল ৮৭.৬০ টাকা, ডিজেল ৭৭.৭৩ টাকা--মুম্বই - পেট্রোল ৯৪.১২ টাকা, ডিজেল ৮৪.৬৩ টাকা--কলকাতা- পেট্রোল ৮৮.৯২ টাকা, ডিজেল ৮১.৩১ টাকা--চেন্নাই- পেট্রোল ৮৯.৯৬ টাকা, ডিজেল ৮২.৯০ টাকা--বেঙ্গালুরু- পেট্রোল - ৯০.৫৩ টাকা, ডিজেল ৮২.৪০ টাকা--নয়ডা- পেট্রোল ৮৬.৬৪ টাকা, ডিজেল ৭৮.১৫ টাকা-- চন্ডীগড়- পেট্রোল ৮৪.৩১ টাকা, ডিজেল ৭৭.৪৪ টাকা-- পটনা- পেট্রোল ৯০.০৩ টাকা, ডিজেল ৮২.৯২ টাকা-- লখনউ- পেট্রোল ৮৬.৫৭ টাকা, ডিজেল ৭৮.০৯ টাকা