

শুক্রবার ফের একবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন পেট্রোলের দাম ২০ পয়সা প্রতি লিটার, ডিজেলের ২৩ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে ৮২.৮৬ টাকা প্রতি লিটার হয়েছে ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৩.০৭ টাকা ৷ গত ২৫ মাসে বর্তমানে তেলের দাম এখন সবচেয়ে উচ্চস্তরে রয়েছে ৷ মধ্যপ্রদেশে তেলের দাম সবচেয়ে বেশি রয়েছে ৷ মধ্যপ্রদেশে ১ লিটার পেট্রোলের দাম ৯০.৬২ টাকা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৮০.৮৩ টাকা হয়ে গিয়েছে ৷


এই বছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল দামে ঐতিহাসিক পতন দেখা গিয়েছে ৷ কিন্তু সেই অনুপাতে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমেনি ৷ বরং কেন্দ্র সরকারের তরফে পেট্রোলে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা প্রতি লিটারে এক্সাইজ ডিউটি বৃদ্ধি করা হয় ৷ এর আগে ২০১৪ সালে পেট্রোলে ট্যাক্স লিটার প্রতি ৯.৪৮ ও ডিজেলে ৩.৫৬ টাকা ছিল ৷ নভেম্বর ২০১৪ থেকে জানুয়ারি ২০১৬ পর্যন্ত কেন্দ্র ৯ বার ট্যাক্স বৃদ্ধি করেছে ৷


প্রতিদিন সকাল ৬টা পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি. ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তা কিনতে হয় উপভোক্তাদের ৷


দেখে নিন কোন শহরে কত পেট্রোল-ডিজেলের দামদিল্লি- পেট্রোল ৮২.৮৬ টাকা, ডিজেল ৭৩.০৭ টাকামু্ম্বই- পেট্রোল ৮৯.৫২ টাকা, ডিজেল ৭৯.৬৬ টাকাকলকাতা- পেট্রোল ৮৪.৩৭ টাকা, ডিজেল ৭৬.৬৪ টাকাচেন্নাই- পেট্রোল ৮৫.৭৬ টাকা, ডিজেল ৭৮.৪৫ টাকানয়ডা- পেট্রোল ৮৩.০২ টাকা, ডিজেল ৭৩.৪৮ টাকালখনউ- পেট্রোল ৮২.৯৪ টাকা, ডিজেল ৭৩.৪১ টাকাপটনা- পেট্রোল ৮৫.৪৩ টাকা, ডিজেল ৭৮.৩৬ টাকাচন্ডীগড়- পেট্রোল ৭৯.৭৮ টাকা, ডিজেল ৭২.৮১ টাকা