

পেট্রোল ও ডিজেলের দাম গত ২৫ মাসে সবচেয়ে উচ্চস্তরে পৌঁছে গিয়েছে ৷ গত ১১ দিনে তেল সংস্থাগুলি লাগাতার দাম বাড়িয়েছে তেলের ৷ ১১ দিনে তেলের দাম বেড়েছে প্রায় ১.৫০ টাকা ৷ সরকারি তেল সংস্থাগুলি বুধবারও পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়িয়েছে ৷ এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮২.৪৯ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে৷ ডিজেলের দাম ৭২.৬৫ টাকা প্রতি লিটার ৷ অন্যদিকে মধ্যপ্রদেশে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকার বেশি হয়ে গিয়েছে ৷


এবছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ঐতিহাসিক পতন দেখা যাওয়ার পর সাধারণ মানুষ তেলের দাম কমবে বলে অনুমান করছিল ৷ কিন্তু সরকারের তরফে পেট্রোলের উপর ১০ টাকা ও ডিজেল ১৩ টাকা প্রতি লিটারে আবগারি শুল্ক বাড়িয়ে দিয়েছিল ৷ এর আগে ২০১৪ সালে পেট্রোলে ট্যাক্স ৯.৪৮ টাকা প্রতি লিটার ছিল এবং ডিজেলে ৩.৫৬ টাকা ছিল ৷ নভেম্বর ২০১৪ থেকে জানুয়ারি ২০১৬ পর্যন্ত ৯ বার ট্যাক্স বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার৷


দেখে নিন বুধবার কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দামদিল্লি- পেট্রোল ৮২.৪৯ টাকা, ডিজেল ৭২.৬৫ টাকা,মুম্বই- পেট্রোল ৮৯.১৬ টাকা, ডিজেল ৭৯.২২ টাকা,কলকাতা- পেট্রোল ৮৪.০২ টাকা, ডিজেল ৭৬.২২ টাকা,চেন্নাই- পেট্রোল ৮৫.৪৪ টাকা, ডিজেল ৭৮.০৬ টাকা,নয়ডা- পেট্রোল ৮২.৭৪ টাকা, ডিজেল ৭৩.০৬ টাকা,লখনউ- পেট্রোল ৮২.৬৫ টাকা, ডিজেল ৭২.৯৮ টাকা,পটনা- পেট্রোল ৮৫.০৭ টাকা, ডিজেল ৭৮.০০ টাকা,চন্ডীগড়- পেট্রোল ৭৯.৪২ টাকা, ডিজেল ৭২.৪০ টাকা,


প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম সরকারি তেল সংস্থাগুলি জারি করে থাকে ৷ পেট্রোল ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় ৷