

মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর ৷ মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ কিন্তু গত কয়েকদিনে লাগাতার দাম বৃদ্ধি হওয়ায় পেট্রোলের দাম কিছু শহরে প্রায় ৯০ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ সোমবার তেল সংস্থাগুলি পেট্রোলের দাম ৩০ পয়সা প্রতি লিটার ও ডিজেলের দাম ২৬ পয়সা প্রতি লিটারে বেড়েছে ৷ রবিবার পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ‘মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এবং বেশ কিছু দেশের নিজ সমস্যার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে ৷


রবিবার ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, Organization of the Petroleum Exporting Countries অপরিশোধিত তেলের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পর তেলের দামে স্থিরতা আসার সম্ভাবনা রয়েছে ৷ তিনি আরও জানান, ওপেকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল উৎপাদন বাড়াতে চলেছে ৷ এর জেরে পেট্রোলের দামে স্থিরতা আসার সম্ভাবনা ররয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হলে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে তার প্রভাব পড়ে ৷


দেখে নিন এদিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-দিল্লি: পেট্রোল ৮৩.৭১ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকামুম্বই- পেট্রোল ৯০.৩৪ টাকা, ডিজেল ৮০.৫১ টাকাকলকাতা- পেট্রোল ৮৫.১৯ টাকা, ডিজেল ৭৭.৪৪ টাকাচেন্নাই- পেট্রোল ৮৬.৫১ টাকা, ডিজেল ৭৯.২১ টাকানয়ডা- পেট্রোল ৮৩.৬৭ টাকা, ডিজেল ৭৪.২৯ টাকালখনউ- পেট্রোল ৮৩.৫৯ টাকা, ডিজেল ৭৪.২১ টাকাপটনা- পেট্রোল ৮৬.২৫ টাকা, ডিজেল ৭৯.০৪ টাকাচন্ডীগড়- পেট্রোল ৮০.৫৯ টাকা, ডিজেল ৭৩.৬১ টাকা


প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷